শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএনও’র জন্মনিবন্ধনে ভুল, সকল কার্যক্রম স্থগিত

মাহবুবুর রহমান: [২] ‘উপজেলা নির্বাহী অফিসারের নিজ জন্ম নিবন্ধনে সমস্যা থাকার কারণে জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে। উক্ত সমস্যা সমাধান হলে পুন:রায় কার্যক্রম শুরু হবে। আদেশক্রমে-কর্তৃপক্ষ।’ এমন একটি নোটিশ দেখা গেছে নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিজেই স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার।

[৩] সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জন্মনিবন্ধন সংশোধনি কক্ষের সামনে গিয়ে এমন নোটিশ দেখতে পান বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাইরের লোকজনের জন্ম নিবন্ধন সংক্রান্ত ভূলগুলো সংশোধন ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে যে ফরমটি দেওয়া হয় তাতে উপজেলা কার্যালয় থেকে একটি স্বাক্ষরের প্রয়োজন হয়। সপ্তাহে প্রতি সোমবার উপজেলা কার্যালয় থেকে এ কাজটি করা হয়। কিন্তু ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে নিবন্ধনে নামসহ বিভিন্ন তথ্যের ভূল সংশোধনের জন্য একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিবন্ধন সংশোধনি কক্ষের সামনে একটি নোটিশ দেখতে পান। এবিষয়ে অফিসে থাকা লোকজনের কাছে জানতে চাইলে তারা নোটিশে সব লেখা আছে বলে জানান, এর বাইরে আর কোন কথা বলতে রাজি নন তারা। এমন পরিস্থিতিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধন সংশোধন আগ্রহী অনেকেই আবেদন নিয়ে ফিরে গেছেন। এমন ঘটনাকে হয়রানি বলেও অভিযোগ করছেন অনেকে।

[৫] কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নাজিম উদ্দিন নামের একজন বলেন, তাঁর ছেলের জন্ম নিবন্ধন সনদে নামের বানান ভূল থাকার কারনে সোমবার সকালে তিনি নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। পরে সেখান থেকে একটি ফরম নিয়ে স্বাক্ষর আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। কিন্তু সেখানে গিয়ে ফরমটি জমা দিতে চাইলে দায়িত্বপ্রাপ্ত একজন জানান কক্ষের বাইরে নোটিশ দেওয়া আছে। নোটিশ পড়ে তিনি জানতে পারেন উপজেলা নির্বাহী অফিসারের জন্মনিবন্ধনে ভূল থাকায় সকল কার্যক্রম স্থগিত আছে।

[৬] তিনি অভিযোগ করে বলেন, একজন কর্মকর্তার ব্যক্তিগত সমস্যার কারনে শত শত লোকের নিবন্ধনে সংশোধন কার্যক্রম কেন বন্ধ থাকবে। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তিনি।

[৭] একই ইউনিয়নের রাশেদ নামের একজন জানান, নিজের ছেলের জন্ম নিবন্ধন সনদে তাঁর (বাবার) নাম ভূল আসার কারনে তিনি দুপুরে তা সংশোধন করতে যান। ওই সময় নোটিশটি দেখে তিনি’সহ প্রায় ২০-২২জন ফরমে স্বাক্ষর ছাড়া ফিরে আসেন। কবে আসতে হবে জানতে চাইলে অফিসের একজন কর্মকর্তা তাঁকে জানান আগামী ২০ অক্টোবরের পরে যোগাযোগ করবেন।

[৮] এ বিষয়ে জানতে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার এর সাথে মোবাইলে যোগাযোগ করা হয়। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আমার নিজের জন্ম নিবন্ধন সনদে ভূল রয়েছে, আমরাটা সংশোধন হলে তারপর থেকে জন্মনিবন্ধন সংশোধনের ফরমগুলো জমা নেওয়া হবে।

[৯] নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, বিষয়টি তিনি জানেন না। তবে এ সম্পর্কে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়