আকরাম হোসেন: [২] গাজীপুরের কাপাসিয়ায় আজ শনিবার দুপুরে বিশিষ্ট সমাজ সেবক এ.কে.এম সুলতান উদ্দিন আকন্দ এর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে পাখা, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় গরিব মানুষের মাঝে চিকিৎসার জন্য নগদ অর্থ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
[৩] উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভখাঁ আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয় মিলনানাতন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত অনষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. কফিল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারিষাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন সরকার, আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিব্বির আহমেদ, সহকারি শিক্ষক জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল শেখ মাসুম প্রমখ।
[৪] এসময় প্রতিবন্ধীদের মাঝে পঁচিশটি হুইল চেয়ার, অসহায় হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান এবং অত্র স্কুলের সভাকক্ষে ব্যাবহারে জন্য ২০টি বৈদ্যতিক পাখা, দুটি ক্রেস্ট, স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের জন্য স্বাস্থ্য উপকরণ বিতরণ করাহয়।