শিরোনাম
◈ ভার‌তের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন ‌লিও‌নেল মেসি! ◈ রাশিয়াকে দুর্বল কর‌তে জাপান‌কে তেল কেনা বন্ধ কর‌তে ব‌লে‌ছে আ‌মে‌রিকা ◈ যৌন কে‌লেঙ্কা‌রির অ‌ভি‌যো‌গে চাকরি যেতে চলেছে ইংল্যান্ডের কোচ ক‌লিংউ‌ডের ◈ তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন ◈ মিরপু‌রের চেয়েও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হো‌সেন ◈ সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ ◈ রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণের দামে বড় পতন ◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও)

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেড স্যান্ড বোয়া সাপের দাম কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: গায়ের রঙ পোড়া ইটের মতো। রেড স্যান্ড বোয়া নামের সাপ মূলত দেখা যায় ভারতের উত্তরপ্রদেশের মেরঠের হস্তীনাপুর থেকে গড়মুক্তেশ্বর সংলগ্ন এলাকায়। শান্ত স্বভাবের এ সাপ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান। একটা সাপের এক কোটি টাকা পর্যন্ত দাম উঠতে পারে। দামের কারণে এ সাপের চোরাচালানও বিপুল পরিমাণে হয় বিশ্বজুড়ে।

উত্তরপ্রদেশের মেরঠে হস্তিনাপুর থেকে গড়মুক্তেশ্বর এলাকায় পাওয়া এই “রেড স্যান্ড বোয়া” প্রজাতির এই সাপের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় এক কোটি টাকা। সাপটির শারীরিক বৈশিষ্ট্য গুলির মধ্যে এর পোড়া ইট এর মত গায়ের রং এবং তথাকথিত দুমুখো বৈশিষ্ট্যাবলী একে অন্যান্য সাপের থেকে অনন্য করে থাকে। তবে সাপুড়েদের মতে এই সাপটির আরো অনেক প্রজাতি রয়েছে।

লাল এবং হালকা হলুদ মিশ্রনের চামড়া যুক্ত এই সাপের গ্রন্থিতে রয়েছে এমন এক গুণ যা থেকে যৌনশক্তিবর্ধক ঔষধ এর পাশাপাশি এমন এক ঔষধী তৈরি করা যায় যাতে বয়সের ছাপ মানুষের শরীরে পরেনা। এছাড়াও মেরঠ ও লখিমপুরের বাসিন্দাদের বিশ্বাস অনুযায়ী এই সাপ সৌভাগ্য বৃদ্ধিতেও ব্যাপক কার্যকরী।

১৯৭২ সালে ভারত সরকার এই সাপের চোরাচালান বন্ধ করতে সংরক্ষিত প্রাণী হিসেবে সাপটিকে ঘোষণা করে। সাধারনত উত্তর প্রদেশ,বিহার, হরিয়ানা প্রভৃতি অঞ্চল থেকেই আন্তর্জাতিক বাজারে পাচার হয়ে গিয়ে থাকে এই সাপ। তবে উপরিউক্ত ঔষধি গুলি ছাড়াও এই সাপের চামড়া থেকে পার্স,জুতো,জ্যাকেট ইত্যাদি তৈরি করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়