শিরোনাম
◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেড স্যান্ড বোয়া সাপের দাম কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: গায়ের রঙ পোড়া ইটের মতো। রেড স্যান্ড বোয়া নামের সাপ মূলত দেখা যায় ভারতের উত্তরপ্রদেশের মেরঠের হস্তীনাপুর থেকে গড়মুক্তেশ্বর সংলগ্ন এলাকায়। শান্ত স্বভাবের এ সাপ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান। একটা সাপের এক কোটি টাকা পর্যন্ত দাম উঠতে পারে। দামের কারণে এ সাপের চোরাচালানও বিপুল পরিমাণে হয় বিশ্বজুড়ে।

উত্তরপ্রদেশের মেরঠে হস্তিনাপুর থেকে গড়মুক্তেশ্বর এলাকায় পাওয়া এই “রেড স্যান্ড বোয়া” প্রজাতির এই সাপের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় এক কোটি টাকা। সাপটির শারীরিক বৈশিষ্ট্য গুলির মধ্যে এর পোড়া ইট এর মত গায়ের রং এবং তথাকথিত দুমুখো বৈশিষ্ট্যাবলী একে অন্যান্য সাপের থেকে অনন্য করে থাকে। তবে সাপুড়েদের মতে এই সাপটির আরো অনেক প্রজাতি রয়েছে।

লাল এবং হালকা হলুদ মিশ্রনের চামড়া যুক্ত এই সাপের গ্রন্থিতে রয়েছে এমন এক গুণ যা থেকে যৌনশক্তিবর্ধক ঔষধ এর পাশাপাশি এমন এক ঔষধী তৈরি করা যায় যাতে বয়সের ছাপ মানুষের শরীরে পরেনা। এছাড়াও মেরঠ ও লখিমপুরের বাসিন্দাদের বিশ্বাস অনুযায়ী এই সাপ সৌভাগ্য বৃদ্ধিতেও ব্যাপক কার্যকরী।

১৯৭২ সালে ভারত সরকার এই সাপের চোরাচালান বন্ধ করতে সংরক্ষিত প্রাণী হিসেবে সাপটিকে ঘোষণা করে। সাধারনত উত্তর প্রদেশ,বিহার, হরিয়ানা প্রভৃতি অঞ্চল থেকেই আন্তর্জাতিক বাজারে পাচার হয়ে গিয়ে থাকে এই সাপ। তবে উপরিউক্ত ঔষধি গুলি ছাড়াও এই সাপের চামড়া থেকে পার্স,জুতো,জ্যাকেট ইত্যাদি তৈরি করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়