শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেড স্যান্ড বোয়া সাপের দাম কোটি টাকা

ডেস্ক রিপোর্ট: গায়ের রঙ পোড়া ইটের মতো। রেড স্যান্ড বোয়া নামের সাপ মূলত দেখা যায় ভারতের উত্তরপ্রদেশের মেরঠের হস্তীনাপুর থেকে গড়মুক্তেশ্বর সংলগ্ন এলাকায়। শান্ত স্বভাবের এ সাপ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান। একটা সাপের এক কোটি টাকা পর্যন্ত দাম উঠতে পারে। দামের কারণে এ সাপের চোরাচালানও বিপুল পরিমাণে হয় বিশ্বজুড়ে।

উত্তরপ্রদেশের মেরঠে হস্তিনাপুর থেকে গড়মুক্তেশ্বর এলাকায় পাওয়া এই “রেড স্যান্ড বোয়া” প্রজাতির এই সাপের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় এক কোটি টাকা। সাপটির শারীরিক বৈশিষ্ট্য গুলির মধ্যে এর পোড়া ইট এর মত গায়ের রং এবং তথাকথিত দুমুখো বৈশিষ্ট্যাবলী একে অন্যান্য সাপের থেকে অনন্য করে থাকে। তবে সাপুড়েদের মতে এই সাপটির আরো অনেক প্রজাতি রয়েছে।

লাল এবং হালকা হলুদ মিশ্রনের চামড়া যুক্ত এই সাপের গ্রন্থিতে রয়েছে এমন এক গুণ যা থেকে যৌনশক্তিবর্ধক ঔষধ এর পাশাপাশি এমন এক ঔষধী তৈরি করা যায় যাতে বয়সের ছাপ মানুষের শরীরে পরেনা। এছাড়াও মেরঠ ও লখিমপুরের বাসিন্দাদের বিশ্বাস অনুযায়ী এই সাপ সৌভাগ্য বৃদ্ধিতেও ব্যাপক কার্যকরী।

১৯৭২ সালে ভারত সরকার এই সাপের চোরাচালান বন্ধ করতে সংরক্ষিত প্রাণী হিসেবে সাপটিকে ঘোষণা করে। সাধারনত উত্তর প্রদেশ,বিহার, হরিয়ানা প্রভৃতি অঞ্চল থেকেই আন্তর্জাতিক বাজারে পাচার হয়ে গিয়ে থাকে এই সাপ। তবে উপরিউক্ত ঔষধি গুলি ছাড়াও এই সাপের চামড়া থেকে পার্স,জুতো,জ্যাকেট ইত্যাদি তৈরি করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়