শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩১ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির নিষেধাজ্ঞা থেকে বাঁচতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি

স্পোর্টস ডেস্ক: [২] আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে আফগানিস্তান এমন সংবাদের পর নড়েচড়ে বসেছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই আফগানিস্তানের ক্ষমতায় তালেবান-সরকার। দেশটিতে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশের ক্রিকেট নিয়ে চিন্তিত আন্তর্জাতিক ক্রিকেটমহলে।

[৩] ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হতে পারে আফগানিস্তানকে। আফগানিস্তান সরকার ক্ষমতায় আসার পর তালেবানরা তাদের আস্থাভাজন আজিজুল্লাহ ফাজলিকে চেয়ারম্যান পদে বসায়।

[৪] আজিজুল্লাহ ফাজলি আগেও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেছেন। নতুন করে দায়িত্ব পাওয়ার পর এখন তার উপর তালেবান যে দায়িত্বটি দিয়েছে সেটি হলো অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা। এ কাজের অংশ হিসেবে বেশ কয়েকটি দেশে সফর করবেন তিনি । এর মধ্যে থাকছে বাংলাদেশও।

[৫] বিভিন্ন দেশে সফর করার ব্যপারে ফাজলি বলেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে পাকিস্তান সফরে যাচ্ছি আমি। এরপর সেখান থেকে ভারত, বাংলাদেশ ও আরব আমিরাতে যাব।’

[৬] আইসিসি থেকে নিষেধাজ্ঞা দেয়া হতে পারে এমন হুমকির পরই এ দেশগুলোতে সফরে যাচ্ছেন আফগান বোর্ডের নতুন চেয়ারম্যান। দেশগুলো যেন তাদের পাশে থাকে তার জন্যই তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

[৭] তাছাড়া জানা গেছে আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্যও চেস্টা চালাবেন তিনি। এর অংশ হিসেবে কাবুলে পাকিস্তানকে একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দেবেন।

[৮] কাবুলে আন্তর্জাতিক স্টেডিয়াম থাকলেও এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে কোন দেশ আফগানিস্তান সফর করেনি। তবে এখন দেশটির বিশ্বাস বিদেশী সৈন্যরা দেশ ছেড়ে চলে যাওয়ায় আফগানিস্তান ক্রিকেটের জন্য অনেক নিরাপদ। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়