রাহুল রাজ : [২] শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা শেষে বৃহস্পতিবার ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।
[৩] চার পয়েন্ট করে নিয়ে ভারতের দুই আন্তর্জাতিক মাস্টার আন্তর্জাতিক মাসটার সায়ন্ত দাস ও সংকল্প গুপ্ত যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে ১২ জন খেলোয়াড় নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
[৪] এরা হলেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ও ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আন্দ্রে সুমিতস, বেলজিয়ামের ভাদিম মালাকাতকো, চেক রিপাবলিকের গ্র্যান্ড মাস্টার আলেক্সি কিসলিনিস্কি, ভারতের গ্র্যান্ড মাস্টার দীপ সেনগুপ্তা এবং ভারতের পাঁচ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ, শ্রীজিৎ পল. কোস্তভ চ্যাটার্জী, সামিদ জয়কুমার শেঠী ও অরন্যক ঘোষ।
[৫] ষষ্ঠ রাউন্ডের খেলা আগামীকাল (শুক্রবার) বেলা ৩-০০ টা হতে হোটেল ৭১ এর লেভেল-৯ এর আম্রকাননে শুরু হবে।