শিরোনাম

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ারশ ফিল্মফেস্টে যাচ্ছে ‘টু ডগস’

রাশিদ রিয়াজ : ইরানি চলচ্চিত্র ‘টু ডগস’ পরিচালনা করেছেন আমির আজিজি। ৩৭তম ওয়ারশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন প্রখ্যাত ইরানি অভিনেতা নাভিদ মোহাম্মাদজাদেহ। পোলাণ্ডে ১৯৮৫ সালে ওয়ারশ ফ্লিমফেস্ট শুরু হলেও ২০০৯ সালে তা ব্যাপক আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। কানস, ভেনিস, বার্লিন, লোকারনো, সান সেবাস্টিয়ান, কারলভি ভ্যারি, টোকিও, মস্কো, মার ডেল প্লাটা, মন্ট্রিল, সাংহাই, কায়রো, গোয়া ও ট্যালিনের পাশাপাশি ওয়ারশ এখনো হাজারো চলচ্চিত্র বোদ্ধা ও প্রেমীদের আসর হয়ে দাঁড়িয়েছে। এশিয়া, ল্যাটিন আমেরিকা, ইরানি, রুশ ও রোমানিয়ার চলচ্চিত্রগুলো ওয়ারশ ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণ করে। আগামী ৮ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ওয়ারশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেহর

  • সর্বশেষ
  • জনপ্রিয়