ফাহমিদুল কবীর: [২] ক্যানারি আইল্যান্ডসের লা পালমা দ্বীপে, ১৯ সেপ্টম্বর থেকে চলতে থাকা অগ্নুৎপাতের ঝুঁকি শেষ হতে ৮৪ দিন সময় লাগতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনায় প্রচুর গলিত লাভা প্রবাহিত হয় ও ভূ-কম্পন অনুভূত হয়। সিবিএস নিউজ
[৩] কর্তৃপক্ষরা বলেছেন, অধিবাসীদের জন্য দ্বীপটি এখনও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় লাভা উদগীরণ, বিষাক্ত গ্যাস, ভূমিকম্পন, আগ্নেয়গিরির ছাই ও এসিড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দ্বীপটিতে।
[৪] বুধবার পর্যন্ত দ্বীপটি থেকে ৬ হাজার অধিবাসীকে সরিয়ে নেয়া হয়েছে। রোববার, গলিত লাভার স্রোত ২০ ফুট উঁচুতে উঠে ও ১৮৫ টি ভবন গ্রাস করে। দ্বীপটির ৩৮১ একর এলাকায় ছড়িয়ে পড়েছে লাভা স্রোত।
[৫] কর্তৃপক্ষরা গলিত লাভার স্রোতের দিক পরিবর্তনের চেষ্টা করছেন যাতে মূল্যবান সম্পদ রক্ষা পায়।
[৬] দ্যা ভল্কানোলজি ইনস্টিটিউট জানায়, আগ্নেয়গিরিটি থেকে প্রতিদিন ৮ হাজার থেকে ১০ হাজার ৫০০ টন সালফার ডাই অক্সাইড নির্গত হচ্ছে যা ফুসফুসের জন্য ক্ষতিকারক। সম্পাদনা: সাকিবুল আলম