শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৬০ বছর বয়সে ফুটবল খেলে রেকর্ড গড়লেন সুরিনামের ভাইস প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক : [২]রনি ব্রান্সভিক আফ্রিকা অঞ্চলে বেশ পরিচিত এক নাম। সুরিনামের স্বাধীনতা আন্দোলনের সাবেক যোদ্ধা গত বছর দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রাজনীতিবিদ, সশস্ত্র যোদ্ধা, ভাইস প্রেসিডেন্ট—পরিচয়ের কমতি নেই। কিন্তু ব্রান্সভিক তাতে সন্তুষ্ট নন। ৬০ বছর ১৯৮ দিন বয়সে ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে নেমে বিশ্ব রেকর্ডও গড়ে ফেললেন ব্রান্সভিক।

[৩]গত ২১ তারিখ বিশ্বের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোন ক্লাব কম্পিটিশনে খেলার রেকর্ড করেন রনি ব্রান্সউইক। কনক্যাকাফ লীগ ২০২১ এর রাউন্ড অফ সিক্সটীনে সুরিনামের ক্লাব ইন্টার মেঙ্গোটাপো’র হয়ে এ রেকর্ড করেন তিনি।

[৪]তিনি একাধারে নিজ দলের ক্যাপ্টেনও ছিলেন। মিডফিল্ডার হিসেবে ৬০ মিনিটের খেলায় তিনি ১৪/১৭ পাস কম্পলিট করেন। এরপর তার বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তার ছেলে ড্যামিয়ান ব্রান্সউইক। প্রতিপক্ষ হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়ার সাথে প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয় তাদের হোম গ্রাউন্ড রনি ব্রান্সউইক স্টেডিয়ামে।

[৫]এছাড়াও রনি ব্রান্সউইক নিজেই এই ক্লাবের মালিক, একজন স্বর্ণ ব্যবসায়ী এবং সুরিনামের ভাইস-প্রেসিডেন্ট। ব্যক্তিগত জীবনে তিনি ৫০ সন্তানের জনক।

[৬]যদিও হন্ডুরাসের ক্লাবের বিপক্ষে তার দল হেরেছে ৬-০ গোলে। আর তিনি দ্বিতীয় লেগের ম্যাচ মিস করতে যাচ্ছেন। ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত হওয়ায় তিনি কখনো সুরিনাম ত্যাগ করেন না।

[৭] উল্লেখ্য, পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ডটি অবশ্য এজেলদিন বাহাদেরের। ৭৫ বছর বয়সী মিসরীয় এই ভদ্রলোক পুরকৌশলে ক্যারিয়ার গড়েছেন, যৌবনে অপেশাদার ফুটবল খেলেছেন। কিন্তু পেশাদার ফুটবলার হতে না পারার আক্ষেপ ভুলেছেন ২০২০ সালের মার্চে। মিসরের তৃতীয় বিভাগে সিক্স অক্টোবর দলের হয়ে নেমে গোলও করেছিলেন এই স্ট্রাইকার। - ফুটবল টাইমস/ গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়