শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৬০ বছর বয়সে ফুটবল খেলে রেকর্ড গড়লেন সুরিনামের ভাইস প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক : [২]রনি ব্রান্সভিক আফ্রিকা অঞ্চলে বেশ পরিচিত এক নাম। সুরিনামের স্বাধীনতা আন্দোলনের সাবেক যোদ্ধা গত বছর দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রাজনীতিবিদ, সশস্ত্র যোদ্ধা, ভাইস প্রেসিডেন্ট—পরিচয়ের কমতি নেই। কিন্তু ব্রান্সভিক তাতে সন্তুষ্ট নন। ৬০ বছর ১৯৮ দিন বয়সে ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে নেমে বিশ্ব রেকর্ডও গড়ে ফেললেন ব্রান্সভিক।

[৩]গত ২১ তারিখ বিশ্বের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোন ক্লাব কম্পিটিশনে খেলার রেকর্ড করেন রনি ব্রান্সউইক। কনক্যাকাফ লীগ ২০২১ এর রাউন্ড অফ সিক্সটীনে সুরিনামের ক্লাব ইন্টার মেঙ্গোটাপো’র হয়ে এ রেকর্ড করেন তিনি।

[৪]তিনি একাধারে নিজ দলের ক্যাপ্টেনও ছিলেন। মিডফিল্ডার হিসেবে ৬০ মিনিটের খেলায় তিনি ১৪/১৭ পাস কম্পলিট করেন। এরপর তার বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তার ছেলে ড্যামিয়ান ব্রান্সউইক। প্রতিপক্ষ হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়ার সাথে প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয় তাদের হোম গ্রাউন্ড রনি ব্রান্সউইক স্টেডিয়ামে।

[৫]এছাড়াও রনি ব্রান্সউইক নিজেই এই ক্লাবের মালিক, একজন স্বর্ণ ব্যবসায়ী এবং সুরিনামের ভাইস-প্রেসিডেন্ট। ব্যক্তিগত জীবনে তিনি ৫০ সন্তানের জনক।

[৬]যদিও হন্ডুরাসের ক্লাবের বিপক্ষে তার দল হেরেছে ৬-০ গোলে। আর তিনি দ্বিতীয় লেগের ম্যাচ মিস করতে যাচ্ছেন। ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত হওয়ায় তিনি কখনো সুরিনাম ত্যাগ করেন না।

[৭] উল্লেখ্য, পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ডটি অবশ্য এজেলদিন বাহাদেরের। ৭৫ বছর বয়সী মিসরীয় এই ভদ্রলোক পুরকৌশলে ক্যারিয়ার গড়েছেন, যৌবনে অপেশাদার ফুটবল খেলেছেন। কিন্তু পেশাদার ফুটবলার হতে না পারার আক্ষেপ ভুলেছেন ২০২০ সালের মার্চে। মিসরের তৃতীয় বিভাগে সিক্স অক্টোবর দলের হয়ে নেমে গোলও করেছিলেন এই স্ট্রাইকার। - ফুটবল টাইমস/ গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়