মামুন খান: [২] গতকাল বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সম্রাটের অবৈধ সম্পদ অর্জনের মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন সম্রাটকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত সম্রাটের উপস্থিতিতে আগামি ২৫ অক্টোবর চার্জশিট গ্রহণের দিন ধার্য করেন। ওই দিন তাকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।
[৩] ২০১৯ সালের ১২ নভেম্বর কমিশনের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এদিন দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।
[৪] মামলাটি তদন্ত করে গত বছর ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন জাহাঙ্গীর আলম। সম্পাদনা : খালিদ আহমেদ