শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্যরকম জন্মদিন পালনের উদ্যোগ চিত্রনায়িকা চমক তারার

ইমরুল শাহেদ: ২৩ সেপ্টেম্বর চিত্রনায়িকা চমক তারার জন্মদিন। অন্যভাবে এই দিনটি উদযাপন করার জন্য তিনি গত ২০ সেপ্টেম্বর বৃদ্ধাশ্রমে যান। সেখানে তিনি আশ্রমে থাকা বাবা, মা ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেন। এ সময়ে তিনি সচেতনতামূলক একটি তথ্যচিত্রও নির্মাণ করেন। চমক তারা জানান, ‘বৃদ্ধাশ্রম’ নামে এই তথ্যচিত্রটি তিনি জন্মদিনে নিজের ইউটিউব চ্যানেল ‘চমক তারা’য় মুক্তি দিবেন। চমক তারা বলেন, ‘আমরা কতোটা খারাপ হলে আমাদের বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারি এবং কতোটা নিচে নেমে গেলে আমরা আমাদের নিজ সন্তান, হোক না সে প্রতিবন্ধী, তাকে রাস্তায় ফেলে আসতে পারি।’

তিনি বলেন, ‘এতো বাবা-মাকে একসঙ্গে পেয়ে যেমন আনন্দ পেয়েছি, তেমনি কষ্টও লেগেছে। যারা এসব বাবামাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন, তাদের কি ভাষায় তিরস্কার করা যায় তা আমার জানা নেই। তবে এটা বিশ্বাস করি যে তাদের সন্তানরাও তাদের সঙ্গে একই আচরণ করতে পারে। যদি করে তাহলে তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। প্রবাদেই আছে যেমন কর্ম, তেমন ফল।’ চমক তারা একজন অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও প্রয়োজনের তাগিদে তাকে মিউজিক ভিডিও, তথ্যচিত্র প্রযোজনা করতে হচ্ছে। সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে তার সখ্য সেই ছোটবেলা থেকেই। নাচ শিখতে শিখতে যুক্ত হন পদাতিক নাট্য গ্রæপের সঙ্গে। সেখানে এখনও আছেন এবং আজীবন থাকার প্রতিশ্রæতিও ব্যক্ত করেন।

এরপরই তিনি যুক্ত হন চলচ্চিত্রের সঙ্গে। তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। নির্মাণাধীন আছে আরো বেশ কয়েকটি। তবে তিনি ইতোমধ্যে বেশ কিছু ছবির আইটেম গানে অভিনয় করেছেন। চমক তারা বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে চলচ্চিত্র, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব সিরিজ বলে কোনো কথা নেই। অভিনয় করার সুযোগ আছে, এমন চরিত্র হলেই কাজ করতে আমার আপত্তি নেই।’ তিনি এই রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘অভিনয় শুধু দর্শক মনোরঞ্জনের বিষয় নয়, শিল্পীর আত্মতৃপ্তিরও একটা বিষয় আছে। একটি চরিত্রের মধ্যে আমি দুটি বিষয়ই চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়