স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ব্যবহৃত ল্যাম্বারগিনি গাড়ি এখন বিক্রি হচ্ছে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে। ২০১৩ সালের গালার্ডো স্পাইডার মডেলের গাড়িটির দাম ধরা হয়েছে ১ কোটি ৩৫ লাখ রুপি। খবর আনন্দবাজারের।
[৩] ২০১৫ সালে ল্যাম্বরগিনির গালার্ডো স্পাইডার মডেলের গাড়িটি কিনেছিলেন কোহলি। কিছুদিনের মধ্যে তা বিক্রি করে দেন তিনি। পুদুচেরিতে নথিভুক্ত করা গাড়িটি এখন ১ কোটি ৩৫ লাখ টাকায় পাওয়া যাবে।
[৪] কোচির যে দোকান গাড়িটি বিক্রি করছে, তার এক কর্তা জানিয়েছেন, গাড়িটা ২০১৩ সালের মডেল। কোহলী খুব বেশি ব্যবহার করেননি। মাত্র ১০ হাজার কিলোমিটার চলেছে। ২০২১ সালের জানুয়ারিতে আমরা এটা কলকাতার এক পুরনো গাড়ি বিক্রেতার কাছ থেকে কিনি। - আনন্দবাজার,