শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে অংশগ্রহণের আবেদন জানিয়ে তালিবানের চিঠি, পাকিস্তানের সহায়তা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আগ্রহ প্রকাশ করেন। জাতিসংঘের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, তালিবানের এই আবেদন এখন জাতিসংঘের একটি কমিটি খতিয়ে দেখবে। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে আছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বিবিসি

[৩] দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে তালিবানকে চেয়েছে পাকিস্তান। কিন্তু সেই দাবির সঙ্গে একমত নয় সংস্থার অন্যান্য সদস্য দেশ। ফলে শনিবার থেকে নিউ ইয়র্কে সার্ক এর বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। আনন্দবাজার

[৪] কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালিবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহীনকে জাতিসংঘে আফগান দূত হিসেবে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে তালিবান।

[৫] জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী ২৭ সেপ্টেম্বর আফগান প্রতিনিধি গোলাম আইজ্যাকজাই বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তালিবান বলছে, আইজ্যাকজাই এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না।

[৬] আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) জাসিংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার কথা। অধিবেশন শেষ হওয়ার আগে ৯ সদস্যের কমিটির বৈঠক বসার কোনো সম্ভাবনা নেই। তাই, জাতিসংঘের বিধি অনুযায়ী- কমিটি বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগপর্যন্ত জাতিসংঘে আফগান প্রতিনিধি হিসেবে গোলাম আইজ্যাকজাই-ই বিবেচিত হবে।

[৭] প্রতি বছর জাতিসংঘের সাধারণ সভার পর সার্ক-এর বৈঠক হয়। চলতি বছর নেপাল ছিল বৈঠকের আয়োজক দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়