শিরোনাম
◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ ◈ বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রাসহ ভারত ফেরত যাত্রী আটক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে অংশগ্রহণের আবেদন জানিয়ে তালিবানের চিঠি, পাকিস্তানের সহায়তা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আগ্রহ প্রকাশ করেন। জাতিসংঘের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, তালিবানের এই আবেদন এখন জাতিসংঘের একটি কমিটি খতিয়ে দেখবে। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে আছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বিবিসি

[৩] দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে তালিবানকে চেয়েছে পাকিস্তান। কিন্তু সেই দাবির সঙ্গে একমত নয় সংস্থার অন্যান্য সদস্য দেশ। ফলে শনিবার থেকে নিউ ইয়র্কে সার্ক এর বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। আনন্দবাজার

[৪] কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালিবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহীনকে জাতিসংঘে আফগান দূত হিসেবে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে তালিবান।

[৫] জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী ২৭ সেপ্টেম্বর আফগান প্রতিনিধি গোলাম আইজ্যাকজাই বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তালিবান বলছে, আইজ্যাকজাই এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না।

[৬] আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) জাসিংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার কথা। অধিবেশন শেষ হওয়ার আগে ৯ সদস্যের কমিটির বৈঠক বসার কোনো সম্ভাবনা নেই। তাই, জাতিসংঘের বিধি অনুযায়ী- কমিটি বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগপর্যন্ত জাতিসংঘে আফগান প্রতিনিধি হিসেবে গোলাম আইজ্যাকজাই-ই বিবেচিত হবে।

[৭] প্রতি বছর জাতিসংঘের সাধারণ সভার পর সার্ক-এর বৈঠক হয়। চলতি বছর নেপাল ছিল বৈঠকের আয়োজক দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়