শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে অংশগ্রহণের আবেদন জানিয়ে তালিবানের চিঠি, পাকিস্তানের সহায়তা

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আগ্রহ প্রকাশ করেন। জাতিসংঘের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, তালিবানের এই আবেদন এখন জাতিসংঘের একটি কমিটি খতিয়ে দেখবে। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে আছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। বিবিসি

[৩] দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে তালিবানকে চেয়েছে পাকিস্তান। কিন্তু সেই দাবির সঙ্গে একমত নয় সংস্থার অন্যান্য সদস্য দেশ। ফলে শনিবার থেকে নিউ ইয়র্কে সার্ক এর বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। আনন্দবাজার

[৪] কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালিবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহীনকে জাতিসংঘে আফগান দূত হিসেবে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে তালিবান।

[৫] জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী ২৭ সেপ্টেম্বর আফগান প্রতিনিধি গোলাম আইজ্যাকজাই বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তালিবান বলছে, আইজ্যাকজাই এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না।

[৬] আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) জাসিংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার কথা। অধিবেশন শেষ হওয়ার আগে ৯ সদস্যের কমিটির বৈঠক বসার কোনো সম্ভাবনা নেই। তাই, জাতিসংঘের বিধি অনুযায়ী- কমিটি বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগপর্যন্ত জাতিসংঘে আফগান প্রতিনিধি হিসেবে গোলাম আইজ্যাকজাই-ই বিবেচিত হবে।

[৭] প্রতি বছর জাতিসংঘের সাধারণ সভার পর সার্ক-এর বৈঠক হয়। চলতি বছর নেপাল ছিল বৈঠকের আয়োজক দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়