সাবিনা শারমিন : পাঁচ সাত বছর আগে রিক্সার গ্যারেজে সামিউর নামের এক ছেলেকে তার মালিক পায়ুদ্বারে সাইকেল এর প্যাডেল এর গ্যাস দিয়ে শাস্তি দিয়েছিলো। পরে ছেলেটির পেট ফুলে মরে গিয়েছিলো। যারা তাকে মেরেছিলো ওখানে ময়না নামের একজন আসামী ছিলো। সেই ময়নার মা অন্যরকম একজন নারী ছিলেন। অন্যান্য সকল আসামীর আত্মীয় স্বজনরা যখন তাদের আসামীর জন্য কান্নাকাটি করছিলো তখন ময়নার মা সামিউলের জন্য কষ্ট পাচ্ছিলেন। সে বলেছিলো তার সন্তান যদি অন্যের সন্তানের হত্যাকারী হয়,তবে তার সন্তানের সে উপযুক্ত শাস্তি দাবী করেন। ময়নার মায়ের সেই কথা পত্রিকায় খুব আলোচিত হয়ে প্রকাশিত হয়েছিলো।
এই সেই ময়নার মা। একজন অশিক্ষিত দিন মজুরের মা। অথচ কতোটা ন্যায় পরায়ণ। কতোটা সৎ,কতোটা নির্মোহ। কতোটা কঠিন। হয়তো এই নারীর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নেই। কিন্তু তার যা আছে তা আমি বা আমাদের নেই। কোনো মানুষ যদি কারও সততার গল্প করতে চায় ,তখন আসামী ময়নার মায়ের কথা খুব মনে পরে যায়। ন্যায় বিচারের জন্য নিজ সন্তানের জীবন ত্যাগ করতে সে প্রস্তুত। এরকম অশিক্ষিত অথচ সৎ ও কঠিন ন্যায়পরায়ণ মানুষকে আমি আমার আইডল মনে করি। ময়নার মা ,আপনি আমার হিরো। আপনার কথা খুব মনে পরে। ফেসবুক থেকে