আশরাফুল আলম খোকন : সাংবাদিক কেমন?...দুনিয়ার খারাপ।
আর পুলিশ?...ওতো আরো খারাপ।
ডাক্তার?...ওরে আল্লাহ কসাই।
ইন্জিনিয়ার?..টাকা ছাড়া কিছুই বোঝে না।
উকিল?..ওরা তো শকুন, একবার ধরলে শেষ।
সরকারি চাকুরিজীবী?.....ঘুষখোর।
রাজনীতিবিদ?...ওরা তো সব নস্টের গোড়া।
কর্পোরেট জব?...নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ব্যবসায়ী?...ভেজালের কারবারী।
ব্যাংকার?...সুদের কারবারী।
কবি সাহিত্যিক?...ধান্দাবাজ।
বেকার?...ওতো কাজের ফাঁকিবাজ।
কন্ঠশিল্পী-অভিনেতা?...নাউজুবিল্লাহ।
ইমাম-মুয়াজ্জিন?...ধর্ম ব্যবসায়ী।
তাহলে ভালো কে?... ক্যান, আমি!
আপনি কি করেন?... অনেক কিছু করি!
অনেক কিছু মানে কি?… আরে ভাই অনেক কিছু।
একটু যদি বলতেন…
খাই দাই...সকাল সন্ধ্যা হাঁটি...নিয়মিত ব্যায়াম করি। লেখালেখি করি। ছেলে মেয়েদের লালন পালন করি। বন্ধু-বান্ধবদের সাথে পার্টিতে যাই। দেশ-বিদেশ ঘুরে জ্ঞান অর্জন করি। রাতদিন ফেসবুক চালাই, বিভিন্ন ইস্যুতে ষ্ট্যাটাস দেই। জাতিরে অনেক জ্ঞান দেই।
আর কি করেন মানে কি কাজকর্ম করেন?… এতো কাজ করার পরও আপনি বলেন কি কাজ করি? সমস্যা কি আপনার? না জিজ্ঞেস করছিলাম চলেন ক্যামনে?
এই যে গাড়ি দিয়ে চলি…
না না জিজ্ঞেস করছিলাম আপনার আয়ের উৎস কি?…ব্যক্তিগত তথ্য জানতে চান কেন? ভদ্রতা শিখেন নাই? রাস্তা মাপেন। এরপর ভদ্রতা শিখে কথা বলতে আসবেন।
ফেসবুক থেকে