হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের চরভদ্রাসনে গোসল করতে নেমে পানিতে ডুবে ফাহিম ওরফে সাব্বির (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
[৩] মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লোহরটেক এলাকার সর্দার বাড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার দুবাই প্রবাসী শেখ আঃ রহিমের ছেলে।
[৪] এলাকাবাসী জানান, ফাহিম সাতার কাটতে জানতোনা। মঙ্গলবার দুপুরে সে তার আরো দুই ভাইসহ অন্যান্য শিশুর সাথে বাড়ির পাশে (লোহারটেক) ভুবেনশ্বর নদীতে গোসল করতে নামে। গোসল শেষে ফাহিম ছাড়া অন্যান্যরা বাড়িতে ফিরে আসে। পরে, তারা বাড়িতে এসে ফাহিমকে দেখতে পায়না।
[৫] পরে, পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর শিশুটিকে পানি থেকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া ফেরদৌস শিশুটিকে মৃত ঘোষণা করেন।
[৬] চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমাইয়া ফেরদৌস মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতালে আনার পর তাকে মৃত্যু ঘোষণা করি।