শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ন্যাটোর সঙ্গে ইউক্রেনে ১২ দিন ব্যাপী সামরিক মহড়া

মাকসুদ রহমান: [২] মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর অন্যান্য সদস্যদের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ইউক্রেন। এর আগে রাশিয়ার সঙ্গে বেলারুশ যৌথ সামরিক মহড়া শুরু করেছিলো। মহড়াটি এমন একটি সময়ে শুরু হচ্ছে, যখন সবে মাত্র রাশিয়া ও বুলগেরিয়া তাদের মহড়া শেষ করেছে। রয়টার্স

[৩] ২০১৪ সালে রাশিয়া- ইউক্রেনের মধ্যকার সম্পর্কের উত্তেজনার পর থেকে ন্যাটোর সঙ্গে জোট বাধে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সামরিক মহড়ায় মোট ৬ হাজার সৈন্য অংশগ্রহণ করবে, যেখানে ইউক্রেনের চার হাজার সৈন্য আর ন্যাটো সদস্য থাকবে দুই হাজার। মহড়া চলবে ২০ সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর পর্যন্ত।

[৪] মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্রেনের ট্রেনিং কমান্ডার ইহোর পালাহনিউক ইউক্রেনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি বিশ্বাস করি আমাদের প্রতিটি সদস্য নিজেদের সামর্থ্য দিয়ে শত্রু রাষ্ট্রের কাছে এ বার্তাই পৌঁছে দেবেন, আমাদের উপর হামলা করার কোন সুযোগ তাদের নাই।এ বিষয়ে মার্কিন সামরিক অধিদপ্তর বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটন ন্যাশনাল গার্ডের কিছু সৈন্য ইউক্রেনে যৌথ সামরিক মহড়ার জন্য প্রেরণ করা হয়েছিলো। নিজেদের মধ্যকার যৌথ শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মোট ১২টি মিত্র দেশের সৈন্যরা এতে অংশ নিবে। রয়টার্স

[৫] ন্যাটোর সঙ্গে ইউক্রেনের মহড়ার কারণ হিসেবে রাশিয়াকে অভিযুক্ত করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে বেলারুশের যৌথ মহড়া ইউক্রেন এবং ইউরোপিয় ইউনিয়নের সীমান্তে পরিচালিত হয়েছিলো। যেখানে দেশ দুটির দ্ইু লাখ সৈন্য অংশ নেয়। ন্যাটো এবং কিয়েভ জানিয়েছে রাশিয়া চলতি বছর ইউক্রেন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়