মাকসুদ রহমান: [২] মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর অন্যান্য সদস্যদের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ইউক্রেন। এর আগে রাশিয়ার সঙ্গে বেলারুশ যৌথ সামরিক মহড়া শুরু করেছিলো। মহড়াটি এমন একটি সময়ে শুরু হচ্ছে, যখন সবে মাত্র রাশিয়া ও বুলগেরিয়া তাদের মহড়া শেষ করেছে। রয়টার্স
[৩] ২০১৪ সালে রাশিয়া- ইউক্রেনের মধ্যকার সম্পর্কের উত্তেজনার পর থেকে ন্যাটোর সঙ্গে জোট বাধে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সামরিক মহড়ায় মোট ৬ হাজার সৈন্য অংশগ্রহণ করবে, যেখানে ইউক্রেনের চার হাজার সৈন্য আর ন্যাটো সদস্য থাকবে দুই হাজার। মহড়া চলবে ২০ সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর পর্যন্ত।
[৪] মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্রেনের ট্রেনিং কমান্ডার ইহোর পালাহনিউক ইউক্রেনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি বিশ্বাস করি আমাদের প্রতিটি সদস্য নিজেদের সামর্থ্য দিয়ে শত্রু রাষ্ট্রের কাছে এ বার্তাই পৌঁছে দেবেন, আমাদের উপর হামলা করার কোন সুযোগ তাদের নাই।এ বিষয়ে মার্কিন সামরিক অধিদপ্তর বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটন ন্যাশনাল গার্ডের কিছু সৈন্য ইউক্রেনে যৌথ সামরিক মহড়ার জন্য প্রেরণ করা হয়েছিলো। নিজেদের মধ্যকার যৌথ শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মোট ১২টি মিত্র দেশের সৈন্যরা এতে অংশ নিবে। রয়টার্স
[৫] ন্যাটোর সঙ্গে ইউক্রেনের মহড়ার কারণ হিসেবে রাশিয়াকে অভিযুক্ত করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে বেলারুশের যৌথ মহড়া ইউক্রেন এবং ইউরোপিয় ইউনিয়নের সীমান্তে পরিচালিত হয়েছিলো। যেখানে দেশ দুটির দ্ইু লাখ সৈন্য অংশ নেয়। ন্যাটো এবং কিয়েভ জানিয়েছে রাশিয়া চলতি বছর ইউক্রেন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। সম্পাদনা: সাকিবুল আলম