ইশতিয়াক রেজা, ফেসবুক থেকে, বিদেশে রাস্তায় শো করে পুঁজি বাজার চাঙ্গা করা যায়? আগে নিজের দেশের বিনিয়োগকারীদের আস্থা ফেরানো প্রয়োজন ... সেটা আনেক বড় কাজ দিবে....এত বছর হয়ে গেল আমাদের পুঁজি বাজার শিল্প ও সেবাখাতের বিনিয়োগে অর্থায়ন করতে পারছে না.... অর্থায়ন পুরোটাই ব্যাংক নির্ভর......ভাল শেয়ার নেই... হঠাৎ চাঙ্গা.. হঠাৎ ছন্দপতন...বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে উপায় থাকে না....শেয়ারবাজারে মান সম্পন্ন নতুন নতুন আইপিও আসা অত্যন্ত জরুরি.. আর সেটার জন্য বিদেশের রাস্তায় ঘুরতে হয় না....