জবি প্রতিনিধি: [২] মহামারিতে ক্ষতিগ্রস্ত ও বিশ্ববিদ্যালয়ের গরিব অথচ মেধাবী শিক্ষার্থীদেরকে সহযোগিতা করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একাউন্টিং এ্যালামনাই এসোসিয়েশন। শনিবার কার্যনির্বাহী কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
[৩] একাউন্টিং এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে একাউন্টিং ডিপার্টমেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় কোভিড-১৯ এ নিহতের জন্য শোক প্রস্তাব আনা হয়। এছাড়া ক্যান্সারের মত মহামারীতে যেসকল শিক্ষার্থী আক্রান্ত এবং মেধাবীদেরকে সহযোগিতা করার বিষয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়।
[৪] সর্বোপরি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নতির জন্য এ্যালামনাই এসোসিয়েশন কাজ করবে বলে সকলে অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে এ্যালামনাই এসোসিয়েশনকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।