শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৬ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী দেশে ফিরলেই লেবুখালী-পায়রা সেতুর উদ্বোধন

মাজহারুল ইসলাম : [২] সেতুর অবকাঠামোগত নির্মাণকাজ শেষ। এখন চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙের কাজ। ঢাকা পোস্ট

[৩] বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর ওপর ২০১৬ সালে লেবুখালী-পায়রা সেতুর নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

[৪] চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন’-এর নির্মাণকাজ সম্পন্ন করেছে।

[৫] এক হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের এই সেতুটি ক্যাবল দিয়ে দুই পাশে সংযুক্ত করা হয়েছে। এর ফলে নদীর মাঝখানে একটি মাত্র পিলার ব্যবহার করা হয়েছে।

[৬] চট্টগ্রামের কর্ণফুলী সেতুর পর এটি দেশের দ্বিতীয়তম সেতু, যা এক্সট্রা ডোজ ক্যাবল সিস্টেমে তৈরি।

[৭] কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৭০ কোটি টাকা।

[৮] সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আব্দুল হালিম বলেন, মূল সেতুর ৯৯ ভাগ কাজ শেষ। নদীর তীর রক্ষা প্রকল্পের কাজও শেষ পর্যায়ে রয়েছে। এই সেতুতে বেশ কিছু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে নদীর মধ্যে এবং পাশে থাকা পিয়ারে যাতে কোনো নৌযান ধাক্কা দিতে না পারে, সে জন্য পিয়ারের পাশে নিরাপত্ত পিলার স্থাপন করা হচ্ছে।

[৯] এ ছাড়া বজ্রপাত কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সেতুর কোনো ক্ষতি হলো কি না, সেটি মনিটরিং করারও ব্যবস্থা রাখা হয়েছে এই সেতুতে।

[১০] সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, প্রধানমন্ত্রী দেশে ফিরলে সরাসরি জুমের মাধ্যমে সেতুর উদ্বোধন হবে। এরপরই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়