রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা হতে চোরাইকৃত ১১,৩১০ লিটার ডিজেলসহ ১ জন চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
[৩] শনিবার (১৮ সেপ্টেম্বর) র্যাব-৭, চট্টগ্রাম এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নূরুল আবছার জানান। এক গোপন সংবাদে তথ্য পান চোরাকারবারীরা চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অবৈধ পন্থায় ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাইকৃত ডিজেল মজুদ করছে।
[৪] এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ তারেক (১৯), পিতা- মোঃ নুরকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে ঘর তল্লাশি করে ১৪৩ টি জারিক্যান ও ২৫ টি ড্রাম হতে চোরাইকৃত সর্বমোট ১১,৩১০ লিটার ডিজেল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
[৫] গ্রেপ্তারকৃত তারেককে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে ডিজেল মজুদ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ডিজেলের আনুমানিক মূল্য ০৮ লক্ষ টাকা। আসামী ও উদ্ধারকৃত চোরাই ডিজেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা জন্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব-৭, চট্টগ্রাম এর কর্মকর্তা এএসপি মোহাম্মদ নূরুল আবছার।