শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালিশ নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: [২] সালিশী বৈঠকের জরিমানার টাকাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়া হাসান সরকার (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়েছে। গত ববৃহস্পতিবার দিবাগত রাতে হাসান সরকারকে কুপিয়ে জখম করে রুপম। নিহত হাসান সরকার বগুড়া পৌর এলাকার পালশা সরকার পাড়ার মৃত সামছুল সরকারের পুত্র।

[৩] জানা যায়, হাসানের স্বামী পরিত্যাক্তা বোন একটি মোবাইল ফোন কোম্পানির শো-রুমে কর্মরত অবস্থায় স্থানীয় এক যুবকের সাথে পরকীয়া সম্পর্ক জরিয়ে পরে, এবং তারা কিছু আপত্তিকর কিছু ছবি উঠায় সেই ছবি গুলো একই এলাকার রুপম নামে এক যুবক হাতে যায়। পরে সেই ছবিগুলো বিভিন্ন মোবাইল ফোনে পাঠিয়ে দেয়। এতে করে তার বোনের চাকরি চলে যায়। পরে বিষয়টি হাসান সরকার স্থানীয় পৌর কাউন্সিলরের কাছে নালিশ করে। কয়েকদিন আগে পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম এলাকায় সালিশ বসিয়ে রুপমকে দোষী সাব্যস্ত করে ৩০ হাজার টাকা জরিমানা করে। সালিশ মেনে নিয়ে টাকা পরে দেওয়ার কথা জানায় রুপম এবং সেই টাকা সময় মত পরিশোধ করে না।

[৪] গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় ভবের বাজার এলাকায় মেহেরা পাম্পের সামনে জরিমানার টাকা নিয়ে রুপমের সঙ্গে হাসান সরকারের তর্ক বিতর্ক হয়। এরপর হাসান সরকার পায়ে হেঁটে বাড়ী ফিরছিল। এ সময় রুপম ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

[৫] স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

[৬] বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এ প্রতিবেদক-কে বলেন, হাসানের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখমের পর থেকেই রুপম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়