শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুজবে কান দিয়েছে নিউজিল্যান্ড: শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : [২] ম্যাচ শুরুর ঠিক আগ মূহুর্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছে। স্বয়ং পাক প্রধানমন্ত্রীও পারেননি সিরিজটির বাতিল ঠেকাতে। এতসব নিশ্চয়তা দেয়ার পরও নিউজিল্যান্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান এবং দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। টুইট করেছেন বিশ্বের সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকরাও।

[৩] নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে সরাসরি প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার চোখে কিউইরা স্রেফ একটা গুজবে কান দিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে। সফর বাতিলের খবর ছড়িয়ে পড়ার পরই আফ্রিদি টুইটে লিখেন, নিরাপত্তার হুমকিটা নিছকই গুজব, সব রকমের নিশ্চয়তা দেয়ার পরও একটা গুজবের ওপর ভিত্তি করে তোমরা সফর স্থগিত করলে! নিউজিল্যান্ড, এর প্রভাব তোমরা বুঝতে পারছ?

[৪] পাকিস্তান ক্রিকেট বোর্ডও সরাসরি বলছে, সফর বাতিলের সিদ্ধান্তটা এককভাবে নিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা তো ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডকে আইসিসির দরবারে নিয়ে যাওয়ার হুমকিই দিয়ে রেখেছেন।

[৫] সফর বাতিল করায় বেশ হতাশ পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও। তিনি বলেন, এ সিরিজটা পাকিস্তানের কোটি ক্রিকেট সমর্থকের মুখে হাসি ফোটাতে পারত। আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর সামর্থ্য ও বিশ্বাসযোগ্যতার ওপর পূর্ণ আস্থা আছে আমার। তারা আমাদের গর্ব, সব সময়ই থাকবে।

[৬] পাক পেসার হাসান আলী নিজ দেশকে ক্রিকেটে জন্য নিরাপদ উল্লেখ্য করে লিখেন, এমন খবরে সমর্থকদের হতাশা হওয়ার বিষয়টি নিয়ে কষ্ট পাচ্ছি। আমাদের সমর্থকদের বলতে চাই, পাকিস্তান দল এমন দুঃখের সময়কে সুখের সময়ে পরিণত করবে ইনশা আল্লাহ।

[৭] পাকিস্তানে আবারও ক্রিকেট ফেরার আশা প্রকাশ করে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেছেন, শেষ মুহূর্তে সফর স্থগিতের এমন সিদ্ধান্তের প্রভাব পড়বে ক্রিকেট বিশ্বের ওপরই। পাকিস্তান ক্রিকেটের জন্য বিষয়টা লজ্জার। এভাবে শেষ মুহূর্তে সফর স্থগিতের সিদ্ধান্ত খেলাটার ওপর বড় আর্থিক প্রভাব ফেলবে।

[৮] কিউই পেসার মিচেল ম্যাকলানাহান লিখেছেন, পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে সংশ্লিষ্ট সবার জন্য খারাপ লাগছে অনেক। দারুণ একটা সিরিজ হতে পারত এটা।

[৯] ভবিষ্যতে পাকিস্তান সফর করতে যাওয়া দলগুলোর ওপর এটা প্রভাব ফেলবে উল্লেখ করে ভারতের ক্রীড়া বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন, পাকিস্তান সফর স্থগিত করে নিউজিল্যান্ডের দেশে ফিরে যাওয়াটা অনেক বড় খবর। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ লাগছে। তবে নিরাপত্তার হুমকিজনিত ব্যাপার বলে অন্য দলের পাকিস্তান সফরের ওপরও প্রভাব ফেলবে এটা। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়