শিরোনাম
◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোদির জন্মদিনে আড়াই কোটি ডোজ টিকা দিয়ে রেকর্ড গড়লো ভারত

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] শুক্রবার রাত ১১টার পর ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া টুইটারে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুক্রবার ২ কোটি ৫০ লাখ ডোজ টিকা দিয়েছে দেশটির সরকার। এনডি টিভি

[৩] ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি টুইটারে বলেন, প্রত্যেক ভারতীয় আজকের রেকর্ড পরিমাণ টিকা দেওয়ার জন্য গর্ববোধ করবে। আমি সকল স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির কর্মীদের টিকাদান কর্মসূচি সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

[৪] প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিনে দেশটির সরকার আড়াই কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল। শুক্রবার সন্ধ্যায় ভারত দুই কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার অফিসের পক্ষ থেকে টুইট করে অভিনন্দন জানানো হয়।

[৫] ভারতের সরকারি ট্র্যাকার অনুযায়ী, প্রতি সেকেন্ডে ৮০০ টিকা দেওয়া হয়। মিনিটে দেওয়া হয় ৪৮ হাজার টিকা। ন্যাশনাল হেলথ অথোরিটির প্রধান আরএস শর্মা এনডিটিভিকে বলেন, আজ ঐতিহাসিক দিন।

[৬] জুন মাসে একদিনে সর্বোচ্চ ২ কোটি ৪৭ লাখ ডোজ টিকা দিয়ে রেকর্ড করেছিলো চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়