শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টির ভাইস ক্যাপ্টেন থেকে রোহিতকে সরানোর প্রস্তাব দিয়েছিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন না বলে ঘোষণা করেছেন বিরাট কোহলি। যদিও কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কোনও এক ক্রিকেট দল থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

[৩] কিন্তু এরপরই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রোহিত শর্মাকে যাতে ভাইস-ক্যাপ্টেনের পদ থেকে সরানো হয় তার জন্য নির্বাচক কমিটিকে প্রস্তাব দিয়েছিলেন বিরাট কোহলি। সূত্র বলছে, সেই জায়গায় ভাইস-ক্যাপ্টেন হিসেবে কে এল রাহুলের নাম প্রস্তাব করেছিলেন তিনি। পাশাপাশি ঋষভ পন্থের নাম ক্যাপ্টেন হিসেবে প্রস্তাব করেন বিরাট।

[৪] বিসিসিআইয়ের এক সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বিরাট জানতেন টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম্যান্স ভালো না হলে ওকে সাদা বলের ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে আর তাই নিজের কাছ থেকে চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এরই সঙ্গে বোঝাতে চেয়েছেন ও নিজের ইচ্ছাতেই দায়িত্ব ছিল। কিন্তু ৫০ ওভারে এমনটা হবে না।

[৫] যদিও কোহলি ক্যাপটেন্সি ছাড়ার প্রসঙ্গে টুইটে জানিয়েছেন, দলের হেড কোচ রবি শাস্ত্রী এবং ভাইস-ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে আলোচনার পরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা, সেক্রেটারি জয় শাহের সঙ্গে কথা বলেছেন তিনি। - পিটিআই

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়