শিরোনাম
◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টির ভাইস ক্যাপ্টেন থেকে রোহিতকে সরানোর প্রস্তাব দিয়েছিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন না বলে ঘোষণা করেছেন বিরাট কোহলি। যদিও কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কোনও এক ক্রিকেট দল থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

[৩] কিন্তু এরপরই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রোহিত শর্মাকে যাতে ভাইস-ক্যাপ্টেনের পদ থেকে সরানো হয় তার জন্য নির্বাচক কমিটিকে প্রস্তাব দিয়েছিলেন বিরাট কোহলি। সূত্র বলছে, সেই জায়গায় ভাইস-ক্যাপ্টেন হিসেবে কে এল রাহুলের নাম প্রস্তাব করেছিলেন তিনি। পাশাপাশি ঋষভ পন্থের নাম ক্যাপ্টেন হিসেবে প্রস্তাব করেন বিরাট।

[৪] বিসিসিআইয়ের এক সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বিরাট জানতেন টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফর্ম্যান্স ভালো না হলে ওকে সাদা বলের ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে আর তাই নিজের কাছ থেকে চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এরই সঙ্গে বোঝাতে চেয়েছেন ও নিজের ইচ্ছাতেই দায়িত্ব ছিল। কিন্তু ৫০ ওভারে এমনটা হবে না।

[৫] যদিও কোহলি ক্যাপটেন্সি ছাড়ার প্রসঙ্গে টুইটে জানিয়েছেন, দলের হেড কোচ রবি শাস্ত্রী এবং ভাইস-ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে আলোচনার পরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা, সেক্রেটারি জয় শাহের সঙ্গে কথা বলেছেন তিনি। - পিটিআই

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়