কুড়িগ্রাম প্রতিনিধি : [২] কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম ময়িন আলী (৩০)।
[৩] শুক্রবার দুপুরে উপজেলার নয়ারহাট ইউনিয়নের হাসানের চর বাজার এলাকায় এ বজ্রপাতের ঘটনায় তিনি নিহত গন।
[৪] স্থানীয়রা জানায়, উপজেলার নয়ারহাট ইউনিয়নের হাসানের চর বাজার গ্রামের শুক্কুর আলীর ছেলে ময়িন আলী শুক্রবার দুপুরের দিকে গয়নার পটল এলাকায় জমিতে বাদামের বীজ রোপন করছিলেন। এসময় তাৎক্ষণিকভাবে সেখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সেই সাথে কিছুক্ষণের মধ্যে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ময়িন আলীর শরীরে বজ্রপাত ঘটলে সেখানেই তার মৃত্যু ঘটে।
[৫] ঢুষমারা থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।