শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহরণের তিন দিন পর চাচার বাড়ির টয়লেট থেকে শিশুর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ: মাদারীপুরের শিবচরে চাচার বাড়ির ভবনের নির্মাণাধীন টয়লেটের মেঝের নীচ থেকে শিশুর বালু চাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতে ২ বছর ৪ মাসের শিশুটির লাশটি উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে চাচী নার্গিস আক্তার ও চাচাতো বোন হাফসা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। খবর যমুনা টিভি

মামলার সূত্রে জানা যায়, নিহত শিশুর চাচী নার্গিস তার স্বামীর মৃত্যুর জন্য শ্বশুর বাড়ির লোকদের দায়ী করতো। সেই শত্রুতার জের ধরে গত মঙ্গলবার নার্গিস ও তার মেয়ে হাফসা দুইজন মিলে চাচা ইসমাইল বেপারির শিশু সন্তান কুতুবউদ্দিনকে অপহরণ করে। পরবর্তীতে শিশুকে না পেয়ে থানায় অভিযোগ করে ওই শিশুর বাবা ইসমাইল। অভিযোগের ভিত্তিতে খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। পরে একটি মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় হাফসা তার চাচাতো ভাই কুতুবউদ্দিনকে নিয়ে তার মা নার্গিসের কাছে দেয়। কিন্তু নার্গিস বিষয়টি অস্বীকার করে। যদিও জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে নেয় এবং শিশুর লাশ কোথায় আছে জানায়।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, নার্গিস মূলত তার স্বামীর মৃত্যুর জন্য তার শ্বশুর বাড়ির লোকদের উপর ক্ষিপ্ত, পরবর্তীতে বিয়ে নিয়েও ক্ষুব্ধ ছিল। সে তার মেয়েকে দিয়ে শিশুটিকে কৌশলে নিয়ে আসে। আমাদের ধারণা সে ও তার মেয়ে দুজনে মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নার্গিস নিজেই দেখিয়েছে লাশের অবস্থান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়