জাহাঙ্গীর লিটন: [২] লক্ষ্মীপুরে কোভিড-১৯ সুরক্ষা ও ভেক্সিনেশন বিষয়ক অধি-পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রতিনিধিদের সাথে এ সভার আয়োজন করে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরীন চৌধুরী।
[৩] কোডেক পিআরইডিএফসি প্রকল্পের সমন্বয়কারী মোরশেদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। কোডেক এর প্রজেক্ট অফিসার মোহাম্মদ হানিফ এর পরিচালনায় বক্তব্য রাখেন, কোডেক পিআরইডিএফসি প্রজেক্ট লক্ষ্মীপুরের ট্রেনিং ও ডকুমেন্টেসন অফিসার দেব দুলাল হাওলাদার, ফিল্ড ফেসিসিটেটর ক্লারেন্স ডায়েস প্রমুখ।
[৪] কোভিড-১৯ সুরক্ষা ও ভেক্সিনেশন এবং করোনার মরণ থাবা থেকে উত্তরণে কি করণীয়, মানুষর মধ্যে কিভাবে আরো সচেতনতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।
[৫] সভায় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন।