শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় লিগে সর্বোচ্চ রান করাই লক্ষ্য নাসিরের

রাহুল রাজ: [২] করোনার কারণে অনেকদিন ধরেই বন্ধ ঘরোয়া ক্রিকেট লিগ। সেই অচলায়তন ভেঙে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ আয়োজিত হয়েছিলো টি-টোয়েন্টি ফরম্যাটে। এতে করে অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পাননি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে অলস সময় কাটাচ্ছেন বেশিরভাগ ক্রিকেটার।

[৩] তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবরেই পুরোদমে ঘরোয়া ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট লিগ দিয়েই ২০২১-২২ মৌসুমের ক্রিকেট ক্যালেন্ডার শুরু করার পরিকল্পনা তাদের। নতুন মৌসুমের খেলা নতুন করেই অনুষ্ঠিত হবে এবার।

[৪] এতেই মিরপুরে আনাগোনা বেড়েছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। নাসির হোসেনও তার ব্যাতিক্রম নয়। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার জানিয়েছেন, জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রহ করাই লক্ষ্য তার। যে চেষ্টাটা তিনি সবসময়ই করে থাকেন।

[৫] বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির বলেন, ঘরোয়া লিগে আমি সব সময়ই চেষ্টা করি সর্বোচ্চ রান শিকারী হবার। এটাই সবসময় চেষ্টা করি। এবারো যখন (জাতীয় লিগ) শুরু হবে, এটাই আমার টার্গেট থাকবে যেনো আমি সর্বোচ্চ রান সংগ্রহ করতে পারি।

[৬] নাসিরের প্রতি তার ভক্ত অনুসারীদের ভালোবাসা অপরিসীম। দেশের হয়ে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০১৮ সালে। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে হলেও আবারো জাতীয় দলে ফিরতে চান 'মিস্টার ফিনিশার'। এজন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

[৭] এ প্রসঙ্গে নাসির বলেন, তাদের ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ব্যাক করে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতোটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার জাতীয় দলে কামব্যাক করবো। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়