শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় লিগে সর্বোচ্চ রান করাই লক্ষ্য নাসিরের

রাহুল রাজ: [২] করোনার কারণে অনেকদিন ধরেই বন্ধ ঘরোয়া ক্রিকেট লিগ। সেই অচলায়তন ভেঙে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ আয়োজিত হয়েছিলো টি-টোয়েন্টি ফরম্যাটে। এতে করে অনেক ক্রিকেটারই খেলার সুযোগ পাননি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে অলস সময় কাটাচ্ছেন বেশিরভাগ ক্রিকেটার।

[৩] তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবরেই পুরোদমে ঘরোয়া ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট লিগ দিয়েই ২০২১-২২ মৌসুমের ক্রিকেট ক্যালেন্ডার শুরু করার পরিকল্পনা তাদের। নতুন মৌসুমের খেলা নতুন করেই অনুষ্ঠিত হবে এবার।

[৪] এতেই মিরপুরে আনাগোনা বেড়েছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। নাসির হোসেনও তার ব্যাতিক্রম নয়। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার জানিয়েছেন, জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রহ করাই লক্ষ্য তার। যে চেষ্টাটা তিনি সবসময়ই করে থাকেন।

[৫] বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির বলেন, ঘরোয়া লিগে আমি সব সময়ই চেষ্টা করি সর্বোচ্চ রান শিকারী হবার। এটাই সবসময় চেষ্টা করি। এবারো যখন (জাতীয় লিগ) শুরু হবে, এটাই আমার টার্গেট থাকবে যেনো আমি সর্বোচ্চ রান সংগ্রহ করতে পারি।

[৬] নাসিরের প্রতি তার ভক্ত অনুসারীদের ভালোবাসা অপরিসীম। দেশের হয়ে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০১৮ সালে। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে হলেও আবারো জাতীয় দলে ফিরতে চান 'মিস্টার ফিনিশার'। এজন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

[৭] এ প্রসঙ্গে নাসির বলেন, তাদের ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ব্যাক করে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতোটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার জাতীয় দলে কামব্যাক করবো। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়