শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর আলীপুর ইউ‌নিয়‌নের ৩ হাজার প‌রিবারের মাঝে গা‌ছের চারা বিতরণ

মো. ইউসুফ: [২] রাজবাড়ী সদর উপ‌জেলার আলীপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের আ‌য়োজ‌নে এল‌জিএস‌পির ৩-২০২০-২০২১ অর্থ বছ‌রের অর্থায়‌নে মু‌জিবশত ব‌র্ষে সামা‌জিক বনায়‌নের কর্মসূচীর আওতায় ৩ হাজার ফলজ ও বনজ গা‌ছের চারা বিতরণ করা হ‌য়ে‌ছে। গা‌ছের চারা বিতরণের অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন, সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস,‌

[৩] বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফাহ‌মি মো. সা‌য়েফ, আলীপুর ইউ‌নিয়‌নের সু‌যোগ্য চেয়ারম্যার মো. শওকত হাসা‌নের সভাপ‌তি‌ত্বে জেলা প‌রিষদ সদস্য মো. নাজমুল হাসান মিন্ট, বীরমু‌ক্তি‌যোদ্ধা মো. ম‌মো‌রেশ খান, আলীপুর ইউ‌নিয়ন ৫নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস্য মো. ছবদার আলী শেখ, আপন শিল্প‌গোষ্ঠী সভাপ‌তি মো. মোয়া‌জ্জেম হো‌সেন মজনুসহ প্রমূখ।

[৪] আলীপুর ইউ‌নিয়‌নের ৩হাজার গা‌ছের চারা ৯টি ওয়া‌র্ডের প্র‌তি‌টি ওয়া‌র্ডের ৩শত ৩৩টি বি‌ভিন্ন জা‌তের যেমন মরুপালী, হা‌ড়িভাঙ্গা, রত্না, ফজলী, বারীফোর, আ‌র্শিনা,‌লেংড়া,‌হিমসাগরের আ‌মের চারা বিতরণ করা হ‌য়ে‌ছে।

[৫] আলীপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মো. শওকত হাসান ব‌লেন,বর্তমান বি‌শ্বে ক‌রোনা ভাইরা‌সের মহামারীর কার‌ণে অ‌ক্সি‌জেন ও পূুষ্টির অভাব দেখা দি‌য়ে‌ছে। অ‌ক্সি‌জেন ও পু‌ষ্টি প‌রিপূর্ণ করার ল‌ক্ষে মু‌জিবশত ব‌র্ষ উপলক্ষ্যে রাজবাড়ীর সদর উপ‌জেলার ৪নং আলীপুর ইউ‌নিয়‌নের গরীব ও অসহায় মানু‌ষের ম‌ধ্যে ফলজ ও বনজসহ বি‌ভিন্ন জা‌তের ৩ হাজার আ‌ম গা‌ছের চারা বিতরণ করা হ‌য়ে‌ছে।

[৬] ই‌তিম‌ধ্যে তি‌নি আলীপুর ইউ‌নিয়ন বাসীর অসুস্থ্য রোগী‌দের বি‌ভিন্ন স্বাস্থ্য কে‌ন্দ্রে নেওয়ার জন্য ১টি এম্বু‌লেন্স সেবা দেওয়ার ল‌ক্ষে দি‌য়ে‌ছে এবং এলাকাবা‌সীর শিশু‌দের বি‌নোদ‌নের জন্য মি‌নিপার্ক তৈরী ক‌রে দি‌য়ে‌ছেন। শিশুরা এই মি‌নিপা‌র্কে এ‌সে ট্রে‌নে ক‌রে চরে অনন্দ উপ‌ভোগ কর‌তে পারে।সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়