শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের ১১ টি প্রাচীন বাসযোগ্য শহর

আখিরুজ্জামান সোহান: [২] সভ্যতার স্বাদ পেতে চাইলে প্রাচীন শহরগুলো ভ্রমনের বিকল্প নেই বললেই চলে। বিশ্বের এখনো অনেক প্রাচীন শহর আছে যার প্রত্যেকটি ইট থেকে ক্ষুদ্র বালুকণা জানান দিচ্ছে প্রাচীন শহুরে আভিজাত্যের। ভ্রমনপিপাসুদের জন্য এসব অঞ্চল হতে পারে আশীর্বাদ সরুপ।

[৩] হাজার বছরের প্রাচীন সভ্যতার মোড়কে সুন্দর স্থাপত্যশৈলী এবং বিভিন্ন নিদর্শনের পাশাপাশি এসব শহরে আছে সময়ের কলেবরে বেড়ে ওঠা আধুনিক সমাজের পেছনের গল্প।  ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শহরগুলোতে আপনি যেমন সৃজনশীলতা খুঁজে পাবেন, ঠিক তেমনি পাবেন ধ্বংশের দামামা।  মানবজাতির বিকাশকে প্রতিফলিত করে আজও ঠায় দাঁড়িয়ে থাকা পৃথিবীর প্রাচীন ১১ টি শহরের তালিকা দেওয়া হলো:

 

১. জেরিকো, ওয়েস্ট ব্যাঙ্ক, প্যালেস্টাইন

খ্রিস্টপূর্ব ৯০০০ সালে প্রথম জনবসতি গড়ে ওঠে এ শহরে। জর্ডান নদীর পশ্চিম পাড়ে অবস্থিত শহরটির বর্তমান লোকসংখ্যা প্রায় ২০ হাজার।

২. বাইবলোস, লেবানন

বাইবলোস শহরের নামটি গ্রিকদের দেওয়া। এখান থেকেই এসেছে ইংরেজি শব্দ বাইবেল। খ্রিস্টপূর্ব ৫০০০ সালে এ শহরে জনবসতি গড়ে ওঠে। প্রাচীন দুর্গ, মন্দির ইত্যাদির জন্য বাইবলোস শহর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

 

৩. এথেন্স, গ্রিস

প্রায় ৭০০০ বছরের পুরোনো এই শহরকে পশ্চিমা সভ্যতা এবং গণতন্ত্রের আতুরঘর বলা হয়। অটোমান, বাইজেন্টাইন এবং রোমান সভ্যতার ছাপ আজও বয়ে নিয়ে বেড়োচ্ছে এই গুরুত্বপূর্ন শহরটি। সেই সময়ের বিশিষ্ট দার্শনিক, লেখক, নাট্যকার এবং শিল্পীদের আবাসস্থল ছিল এই এথেন্স শহর।

 

৪.আলেপ্পো, সিরিয়া

আলেপ্পো বর্তমানে সিরিয়ার সবচেয়ে জনবহুল শহর। এ শহরে মানুষ প্রথম বাস করতে শুরু করে খ্রিস্টপূর্ব ৪৩০০ সালে।

 

৫. দামেস্ক, সিরিয়া

আলেপ্পোর মতো দামেস্কেও একই সময়ে জনবসতি গড়ে ওঠে। তবে অনেকে মনে করেন খ্রিস্টপূর্ব ১০০০০ সালে এ শহরে মানুষ বসতি স্থাপন করতে শুরু করে। জনবসতির দিক থেকে এটিই বিশ্বের প্রাচীনতম শহর।

 

৬. সুসা, ইরান

এলামাইট সাম্রাজ্যের রাজধানী ছিল সুসা। খ্রিস্টপূর্ব ৪২০০ সালে এখানে প্রথম জনবসতি গড়ে ওঠে। বর্তমানে এ শহরে বাস করে প্রায় ৬৫ হাজার মানুষ।

 

৭.ফাইয়াম, মিশর

কায়রোর উত্তর-পশ্চিমে অবস্থিত ফাইয়াম। এ শহরে প্রথম জনবসতি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব ৪০০০ সালে।

 

৮. সিডন, লেবানন

লেবাননের অন্যতম প্রাচীন শহর সিডন। এখানে মানুষ বসবাস করতে শুরু করে খ্রিস্টপূর্ব ৪০০০ সাল থেকে।

 

৯. প্লভডিভ, বুলগেরিয়া

ফাইয়াম ও সিডনের মতো একই সময়ে এ শহরেও প্রথম জনবসতি গড়ে ওঠে। প্রথমে এটি ছিল একটি রোমান শহর। পরবর্তীতে এটি বুলগেরিয়ার অংশ হয়ে যায়।

 

১০.গাজিয়ান্তেপ, তুরস্ক

সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ তুরস্কে অবস্থিত এ শহর। এখানে মানুষের বসবাস শুরু হয় খ্রিস্টপূর্ব ৩৬৫০ সাল থেকে ।

 

১১. বৈরুত, লেবানন

লেবাননের রাজধানী বৈরুত। সাংস্কৃতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকেও দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এটি। এ শহরে প্রথম জনবসতি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ৩০০০ সালে। লেবাননের বেসামরিক যুদ্ধের পর থেকে এটি একটি আধুনিক শহর ও পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়