শিরোনাম
◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়? ◈ টানা ৬ দফা বাড়ানোর পর অবশেষে দেশে স্বর্ণের দামে বড় পতন

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪২ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গঙ্গার পানি দূষিত, ভারত থেকে ইলিশ ছুটছে বাংলাদেশের পদ্মায়

আখিরুজ্জামান সোহান: [২] বিশ্বের সবথেকে জনবহুল অববাহিকা হিসেবে খ্যাত ভারতের গঙ্গা নদীর পানি দূষনের মাত্রা বেড়ে যাওয়ায় ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে বাংলাদেশের পদ্মা নদীতে।  ফলে হা-হুতাশ করছেন সেখানকার মৎস্যজীবীরা। এক সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা ও তার শাখা নদীগুলো ছিল ইলিশের অন্যতম প্রজনন ক্ষেত্র। ইত্তেফাক

[৩] ভারতের বিশেষজ্ঞরা বলছেন, গঙ্গায় দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে, মুখ ফিরিয়ে নিয়েছে ইলিশের দল। তাদের গন্তব্য এখন বাংলাদেশের পদ্মা নদীতে। প্রজননের জন্য গঙ্গার পরিবর্তে বাংলাদেশ কিংবা মিয়ানমারের বড় নদীগুলো বেছে নিচ্ছে ইলিশ।

[৪] সম্প্রতি নদী, বাঁধ ও সংশ্লিষ্ট সম্প্রদায় নিয়ে কাজ করা ভারতভিত্তিক সংস্থা সাউথ এশিয়া নেটওয়ার্ক অব ড্যাম রিভার অ্যান্ড পিপলস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে গঙ্গায় ইলিশের আকালের পেছনে দূষণকেই বেশি দায়ী করা হয়েছে।

[৫] বাংলাদেশের মৎস্য বিভাগের পরিসংখ্যান বলছে, গত দু’বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি ইলিশ ধরা পড়েছে। পরিসংখ্যান আরও বলছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম, ভোলা ও পটুয়াখালীর মোহনায় প্রায় ৫৯ লক্ষ টন ইলিশ উঠেছে।

[৬] ভারতের ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা বলছে, চলতি মৌসুমে গঙ্গায় ইলিশের দেখা যেন মিলছেই না। তার বক্তব্যের সঙ্গে মিল পাওয়া গেছে কাকদ্বীপের মৎস্যজীবী সদানন্দ হালদারের কথায়ও। তিনি বলেন, ১৫ দিনে মোহনায় ইলিশ শিকার হয়েছে মাত্র ৪০টি। আনন্দবাজার পত্রিকা

[৭] গঙ্গাকে অনেক বেশি অবহেলা করায় সামুদ্রিক ইলিশ তার প্রজন ক্ষেত্রে বদলেছে উল্লেখ করে মৎস্য বিশেষজ্ঞ নীলেশ শেট্টি বলেন, লোনা পানির ঘেরাটোপ থেকে ডিম রক্ষায় প্রজননের জন্য মিষ্টি পানি বেছে নেয় ইলিশ। এ জন্য নদীর মোহনায় ফিরে আসে এই মাছটি। দূষণের গঙ্গার পানির লবণাক্ততা বেড়ে যাওয়ায় এর বিরপীত চিত্র পাওয়ায় বাংলাদেশ বা মিয়ানমারের নদীতে ডিম ছাড়ছে মা ইলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়