ফাহমিদুল কবীর: [২] ভাইস প্রেসিডেন্টসহ সকল উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সুপারসনিক বিমানের অভ্যন্তরীণ নকশা ও সাজসজ্জা প্রকাশ করে বিমান নির্মাতা প্রতিষ্ঠান এক্সোসনিক। বিমানটির শব্দের গতির ১.৮ গুণ বেশি গতিতে উড়তে সক্ষম। রব রিপোর্ট
[৩] বিমানটি একটানা পাড়ি দিতে পারবে পাঁচ হাজার নটিক্যাল মাইল। বিশেষ এই বিমানে উন্নত প্রযুক্তি ব্যবহারে কমানো সম্ভব হয়েছে সনিকবুম।
[৪] সুপারসনিক বিমানটি একসাথে ৩১ জন যাত্রী পরিবহন করতে পারবে।
[৫] বিমানটির চমকপ্রদ বৈশিষ্ট্য ও নকশা পূর্বের সকল বিমানের চেয়ে অত্যাধুনিক বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।