মাসুম বিল্লাহ: [২] নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে থেকে ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব ভারতীয় শাড়ীর মূল্য ২৫ লক্ষ ২৭ হাজার ৮০০ টাকা।
[৩] সোমবার বিকেলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) এ এস এম জাকারিয়া।
[৪] তিনি জানান, উপজেলায় সদর ইউনিয়নের বারমারী বিওপির সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল রোববার দিনগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিওিতে লক্ষীপুর নামক স্থান থেকে এসব ভারতীয় শাড়ী জব্দ করে।
[৫] এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়। জব্দকৃত এসব ভারতীয় শাড়ী নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা দেয়া হবে।