মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর উত্তরা- ১৪ নং সেক্টরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে পেটে রড ঢুকে মোহাম্মদ আলী (২০) নামের এক নির্মাণ এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
[৩] রোববার বিকেল পাঁচটায় উত্তরা - ১৪ নং সেক্টরে ১৯ নম্বর রোড ২২ নম্বর বাসার নির্মাণাধীন ভবনেএ দুর্ঘটনাটি ঘটে। সহকর্মী মোঃ রাজিব জানান, মোহাম্মদ আলী পেশায় রাজমিস্ত্রি সহকারি বিকালে
[৪] নির্মাণাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় উপর থেকে এক তালার ফল্স ছাদের উপর পড়ে যায়।
ছাদে কলামের রড থাকায় পেটে ঢুকে গুরুতর আহত হয়।
[৫] পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল পরে সেখান থেকে রাত সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৬] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
[৭] মৃত মোহাম্মদ আলী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে উওরা নির্মাণাধীন ভবনেই থাকতেন।