শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫৪৪ দিন পর শিক্ষা-প্রতিষ্ঠানে ফিরতে পেরে আনন্দিত রাজশাহীর শিক্ষার্থীরা

মঈন উদ্দীন:[২] ৫৪৪ দিন ক্লাসে ফিরেছে রাজশাহীর শিক্ষার্থীরা। ক্লাসে ফিরতে পেরে শিক্ষার্থীদের মধ্যে খুশীতে আত্মহারা, যেন তাদের মাঝে প্রাণের উচ্ছাস ফিরে এসেছে। প্রতিষ্ঠানগুলোয় দেখা যায় বাধ ভাঙ্গা উচ্ছাস। আনন্দ-উৎসবে মেতে উঠে শিক্ষার্থীরা। আনন্দে একে অপরকে আলিঙ্গন করে তাদেও আনন্দগুলো ভাগ করে নিচ্ছে। শিক্ষার্থীদের আনন্দ দেখে কিছু কিছু শিক্ষকের দু’চোখ বয়ে আনন্দের অশ্রু বয়ে পড়তে দেখা গেছে।

[৩] রাজশাহীর সমস্ত শিক্ষ প্রতিষ্ঠানে প্রধান ফটকে সকাল থেকে শিক্ষার্থীদের বরণ করে নিতে মাস্ক, সাবান, হ্যান্ডওয়াশ, থার্মোমিটার নিয়ে অপেক্ষায় ছিলেন শিক্ষকরা। তবে কোথাও কোথাও অভিভাকদের জটলা স্বাস্থ্যবিধি মানাতে ব্যাঘাত ঘটিয়েছে।

[৪] জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন জানান, শহর বা গ্রামের স্কুল নয়, সব প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম দিনের কারণে অনেকে হয়তো সেটি বুঝে উঠতে পারেননি। এরপর থেকে সব ঠিক হয়ে যাবে। বিষয়টি মনিটরিংয়ে রাখা হয়েছে।

[৫] রাজশাহী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম জানান, বিদ্যালয়ের পরিবেশ ঠিক আছে। শিক্ষার্থীর উপস্থিতিও ভালো। অনেক শিক্ষার্থীর সাথে অভিভাবকও এসেছেন। তারা দেখছে- তাদের ছেলে-মেয়েরা কেমন পরিবেশে ক্লাসে বসছে। অভিভাবকরা সন্তষ প্রকাশ করেছে।

[৬] রাজশাহী মহানগর ছাড়াও জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্কুলগুলোতেও শিক্ষার্থীরা উৎসবের আমেজে প্রথমদিন ক্লাস করতে গেছে বলে জানা গেছে। স্কুল খোলার খবরে এর আগে স্কুল খোলার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়