শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সিরাজ মন্ডল (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধির মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সিমান্ত এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী ঢোকার সময় এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মন্ডল উপজেলার সাফদারপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড রাজাপুর গ্রামের মৃত লবা তরফদার এর ছেলে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী রোগী ছিলেন। এর আগে তিনি কয়েকবার গলায় ফাঁস সহ আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তিনি সন্ধার সময় ছেলে হাবিবুর রহমান (অন্তর) এর কাছে চায়ের দোকানে বাকী বিল দেবে বলে ২০০ টাকা চায়। কিন্ত টাকা দিতে দেরি হওয়ার রাগে ক্ষোভে রাত ১১টার দিকে বাগান মাঠ নামক স্থানে ট্রেন লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করে। এতে দেহ দ্বিখন্ডিত হয়ে তার মৃত্যু হয়।

[৫] এসময় সাফদারপুর ফাঁড়ির আইসি ওজিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থান পরিদর্শন করেন। তিনি জানান, এটি ট্রেন দূর্ঘটনা। যার কারণে এটা রেলওয়ে পুলিশ তদন্ত করবে এবং তারা মরদেহটি হস্তান্তর করবে। তারা না আসা পর্যন্ত মরদেহ দেখার দ্বায়িত্ব আমাদের।

[৬] কোটঁচাদপুর রেলস্টেশনের কর্তব্যরত মাষ্টার নুরুল হক জানান, দূর্ঘটনার সঙ্গে সঙ্গেই খুলনা ও যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির পুলিশ তরিকুল ইসলামের নির্দেশে রোববার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ যশোরে নিয়ে যাওয়া হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়