শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের এলএলবি শিক্ষার্থী কাঁকন সড়ক দুর্ঘটনায় নিহত

স্বপন দেব: [২] জেলার হবিগঞ্জ যাওয়ার পথে বানিয়াচং সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাকন দাস (২১) নামে শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। শনিবার (১১সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সুনারু গ্রামের ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত কাঁকন দাশ পরিবারের সাথে মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকার বসবাস করতেন। লেখাপড়া, বেড়ে ওঠা মৌলভীবাজার শহরেই। আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সর্বশেষ পড়াশুনা করতেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে, ছিলেন এলএলবি শিক্ষার্থী। স্বপ্ন ছিলো আইনজীবী হওয়ার।

[৪] জানা যায়, বানিয়াচং উপজেলার ১০নং ইউনিয়নের সুনারু গ্রামের মতি লাল দাস স্বপরিবারের প্রাইভেটকারযোগে শ্রীমঙ্গল থেকে গ্রামের বাড়ি একটি পূজোয় অংশ নিতে আসছিলেন। এসময় ব্রীজ থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ডুবে যায় তাদের বহনকারী প্রাইভেটকারটি। পরে আশেপাশের মানুষ এগিয়ে এসে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই মতি লাল দাসের কন্যা কাকন দাসের (২১) মরদেহ উদ্ধার করা হয়।

[৫] এ ছাড়া প্রাইভেটকারে থাকা একই পরিবারের আরও ৩ সদস্য আহত হন। আহতরা হচ্ছেন মতি লাল দাস (৬৫), তার স্ত্রী কামিনী দাস (৫৫) ও বৃন্দা দাস (২৩)।

[৬] খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিস ও থানার পুলিশের নেতৃত্বে একটি দল এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। আহদের মধ্যে কামিনী দাসের অবস্থাও আশঙ্কাজক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৭] এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করি। ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়