শিরোনাম
◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং ◈ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান ◈ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, দ্রুত গ্রেপ্তারের ইঙ্গিত ডিএমপি কমিশনারের ◈ এভারকেয়ারে হাদিকে দেখতে তিন উপদেষ্টা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালেবানের সঙ্গে সংলাপের আহ্বান জাতিসংঘের

মাজহারুল ইসলাম : [২] জাতিসঙ্ঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার বিষয়টি সাহেল অঞ্চলের জিহাদিদের উৎসাহিত করতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে গুতেরেস এমন মন্তব্য করেন। বাসস

[৩] তিনি বলেন, আমাদের অবশ্যই তালেবানের সঙ্গে সংলাপ বজায় রাখতে হবে। আফগান জনগোষ্ঠীর প্রতি সংহতির মানসিকতা নিয়ে সংলাপে সরাসরিভাবে আমাদের নীতিগুলো নিশ্চিত করতে হবে।

[৪] মহাসচিব গুতেরেস আরো বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে অতিশয় ভোগান্তির মুখে পড়া লোকজনের প্রতি আমাদের সংহতির হাত বাড়িয়ে দেয়া। আফগানিস্তানে ‘অর্থনৈতিক ধস’ বিশ্বকে অবশ্যই এড়াতে হবে।

[৫] আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে না নেয়ার বা বিশ্বব্যাপী জব্দ করে রাখা আফগান তহবিল ছাড়ের আহŸান জানানো ছাড়াই জাতিসঙ্ঘ প্রধান পূর্বাভাস দেন যে, আর্থিক সামগ্রী আফগানিস্তানের অর্থনীতির ‘দম নেয়ার’ সুযোগ করে দেবে।

[৬] এক্ষেত্রে গুতেরেস বলেন, তালেবান তাদের গঠিত সরকারের স্বীকৃতি, আর্থিক সহযোগিতা চেয়েছে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলেছে। তিনি বলেন, আর এটি আন্তর্জাতিক স¤প্রদায়ের উদ্দেশ্য সাধনের নিশ্চিত সুযোগ করে দেবে।

[৭] আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার বিষয়টি সাহেল অঞ্চলের জিহাদিদের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে জানতে চাইলে গুতেরেস বলেন, এটি তাদেরকে মানসিক ও বাস্তবিকভাবে উৎসাহিত করতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়