সালেহ্ বিপ্লব: [২] জরিপটি করেছে ইন্টারন্যাশনাল স্টোরেজ ফ্যাসিলিটি ‘বাউন্স’। বিশ্বের এক হাজারেরও বেশি শহরে বাউন্স সার্ভিস দিয়ে থাকে। দ্য প্রিন্ট
[৩] দিল্লি ১০ পয়েন্টের মধ্যে ৬ দশমিক শূন্য ৬ পেয়েছে তৃতীয় স্থান অধিকার করে।
[৪] ৬ দশমিক ৭৪ পয়েন্ট নিয়ে সবচেয়ে ভালো রাজধানীর স্থান দখল করেছে মাল্টার রাজধানী ভ্যালেটা।
[৫] দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমীরাতের রাজধানী আবু ধাবী, পয়েন্ট ৬ দশমিক ২৪।
[৬] বাউন্স তাদের এই ক্যাপিটাল সিটি ইনডেক্স তৈরি করেছে কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে। হোটেল ও গণপরিবহনের ভাড়া, গড় তাপমাত্রা, রেস্টুরেন্ট এবং পর্যটকদের আকর্ষণকারী স্পটের সংখ্যা, ইনস্টাগ্রামে গ্রহণযোগ্যতা এবং অপরাধের হার।