শেখ রাশেদুল বারী ইকবাল: একদিন সক্রেটিসের কাছে তার এক পরিচিত লোক এসে বললেন, আপনি কি জানেন আপনার বন্ধু সম্পর্কে আমি কি শুনেছি? সক্রেটিস তেমন আগ্রহী না হয়ে বললেন, থামুন দয়া করে। আমাকে কিছু বলার আগে আপনাকে ছোট একটা পরীক্ষা পার হতে হবে, এ পরীক্ষার নাম তিন ছাঁকনি পরীক্ষা। লোকটা অবাক হয়ে প্রশ্ন করলো তিন ছাঁকনি- ট্রিপল ফিল্টার। এটা আবার কি জিনিস? সক্রেটিস বললেন, আমার বন্ধু সম্পর্কে আমাকে কিছু বলার আগে আপনি যা বলবেন তা ফিল্টার করে নেওয়া ভালো। তিন ধাপে ছাঁকা হবে বলে আমি এটাকে ‘ট্রিপল ফিল্টার টেস্ট’ বলি। প্রথম ফিল্টার হলো সত্যবাদিতা Truthfulness.আপনি কি নিশ্চিত যে আপনি যা বলবেন তা সত্য? লোকটা বললো, না, আমি শুধু শুনেছি মাত্র এতোটুকুই। পুরোপুরি সত্য কিনা, তা নিশ্চিত নই।
সক্রেটিস বললেন, ঠিক আছে। তাহলে আপনি জানেন না এটা সত্য কিনা? এবার দ্বিতীয় ফিল্টার। এই ফিল্টারের নাম হলো ‘ভালোত্ব/Goodness. আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি ভালো কোনো বিষয়? লোকটা একটু আমতা আমতা করে বললো, না, ঠিক ভালো নয়, বরং খারাপ কিছু। সক্রেটিস বললেন, তার মানে আপনি আমার বন্ধু সম্পর্কে এমন একটা খারাপ কথা বলতে এসেছেন যা আদৌ সত্য কিনা সে ব্যাপারে আপনি নিশ্চিত নন। আচ্ছা, আপনি হয়তো এখনো পরীক্ষায় পাস করতে পারেন। কারণ তিন নম্বর ফিল্টার বাকি আছে। এটা হলো ‘উপকারিতা Usefulness. আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি আমার বা আপনার কোনো উপকারে লাগবে? লোকটি বললো, না, সেরকমও ঠিক না। এতে আমার বা আপনার কারোই উপকৃত হওয়ার তেমন সম্ভাবনা নেই। সক্রেটিস শান্তভাবে বললেন, বেশ: আপনি যা বলতে চান তা- সত্য না, ভালো কিছুও না, আবার আমার বা আপনার কোনো উপকারেও আসবে না। তাহলে কেনইবা আমরা এসব অহেতুক কাজে সময় নষ্ট করবো? চলুন, সময়টাকে একটা ভালো কাজে ব্যয় করি। লোকটা তখন আর কিছু না বলে চলে গেলো।
সারকথন: কান কথার ওপর ভিত্তি করে কোনো কথা প্রচার করা বা কোনো মিথ্যা, যা জেনে আপনার লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং ক্ষতির মধ্যে পড়তে পারেন, নষ্ট হতে পারে দারুণ কোনো সম্পর্কও, সে মিথ্যা জেনে কি লাভ? সে মিথ্যা প্রচার করেই বা লাভ কি? আসুন সত্য-মিথ্য নিশ্চিত না হয়ে কেবল কান কথার ওপর ভিত্তি করে মিথ্যে প্রচার থেকে নিজে বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। ফেসবুক থেকে