সাকিবুল আলম: [২] কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব বেড়েছে। চলতি বছরের জুলাইয়ে কঙ্গোতে প্রথম এ রোগটি ধরা পড়ে। একশোর বেশি রোগীকে ঘরে ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে। বিবিসি
[৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবিসিকে জানিয়েছে, আক্রান্ত অঞ্চলের অধিবাসীদের বিশ্বাস কালো জাদুর কারণে এ রোগের বিস্তার ঘটেছে।
[৪] ফ্রান্সে পাঠানো নমুনা বিশ্লেষণ করে জানা যায়, ব্যাকটেরিয়ার মাধ্যমে এ রোগ ছড়িয়েছে। অদূর ভবিষ্যতে রোগটি মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলেও জানিয়েছে ফ্রান্সের বিশেষজ্ঞরা।
[৫] সাধারণ জনগণের মাঝে এ রোগের বিষয়ে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। তারা যথাযথ চিকিৎসা নেওয়ার ব্যাপারে আগ্রহী নয়। চিকিৎসা নেওয়ার বদলে তারা এক স্থান থেকে অন্যস্থানে পালিয়ে বেড়াচ্ছে। তাদের ধারণা অন্য স্থানে চলে গেলে রোগটি তাদের আর অনুসরণ করবে না।
[৬] মেনিনজাইটিস ব্যাকটেরিয়াজনিত অতি মারাত্মক একটি রোগ, যেটি আক্রান্ত ব্যক্তির শ্বাসযন্ত্রের মাধ্যমে ছড়ায়। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।