অমি রহমান পিয়াল: সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের কবর বা লাশ নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা। নতুন করে বির্তক ছড়িয়ে পড়েছে তার লাশ নিয়ে। অনেকে প্রশ্ন তুলেছেন, রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার কবরে আসলে জিয়ার লাশ ছিলো না।
জিয়া নিহতের পর সেই সময়কার পত্রিকা এবং মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন নথি থেকে জানা যায়, জিয়ার কবর কোথাও নেই। ওই সময় ২ জুন, ১৯৮১ পরের কিছু পত্র-পত্রিকা ঘেটে জানা যাচ্ছে, জিয়া নিহত হওয়ার পর বিদ্রোহী দলের নেতা জেনারেল মঞ্জুরের সঙ্গে সাক্ষাত করে বিএনপি সরকার জিয়ার লাশ চায়। কিন্তু জেনারেল মঞ্জুর জিয়ার লাশ দিতে অস্বীকৃতি জানান। জিয়া নিহত হওয়ার পর জানাজার জন্য জিয়াল লাশ বলে যে কফিনটি ঢাকায় আনা হয় তা পরিবারের সদস্য বেগম খালেদা জিয়া বা তার দুই পুত্রকেও খুলে দেখানো হয়নি। এমনকি ‘আমার আব্বুকে দেখাও’ বলে সেই কফিনের সামনে তারেক রহমান বিলাপ করলেও সেই কফিনটি খোলা হয়নি। ফেসবুক থেকে