শাহীন খন্দকার: [২] উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল রান করার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। এরই মধ্যেই তৈরী হয়েছে চারটি স্টেশন। বসে গেছে বিদ্যুতের পাইপ এবং রেললাইন। দ্রুতই এই পথের স্টেশনগুলো পরীক্ষামূলক চলাচলের প্রস্তুত হবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক, এমএএন ছিদ্দীক। তবে ভাড়ার বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
[৩] মেট্রোরেলের এখন পর্যন্ত সার্বিক অগ্রগতী ৬৯ ভাগ। এদিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ হয়েছে ৯০ ভাগ। আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৬৭ শতাংশ। চলতি মাসেই দিয়াবাড়ি থেকে পল্লবী পর্যন্ত ট্রায়াল রানের মধ্যে দিয়ে পুরো দেশের মানুষ পেয়েছে মেট্রোরেলের আগমনী বার্তা। এবারের লক্ষ্য আরো একটু বড়, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত।
[৪] প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, তবে তার জন্য পার করতে হবে ৬ মাসের পারফরম্যান্স টেস্ট ও তিনমাসের ইন্টিগ্রেটেড টেস্টের যাত্রীবিহীন পরীক্ষামূলক চলাচল। আরো বলেন, বিভিন্ন গণমাধ্যমে মেট্রোরেলের ভাড়া নিয়ে যে সংবাদ প্রচার হয়েছে তা ভিত্তিহীন উল্লেখ করে এমএএন ছিদ্দীক জানান, সব দিক বিবেচনা করে চলতি মাসেই খসড়া ভাড়া নির্ধারণ করা হবে। পরিচালক বলেন, ইতোমধ্যে ২১ কিলোমিটারের মধ্যে প্রায় ১৭ কিলোমিটার রেলপথ বসানো হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ