শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনে ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও রাত হলে ডাকাতি করেন তারা

সুজন কৈরী : [২] গাজীপুরের টঙ্গী ষ্টেশন রোড এলাকায় রোববার অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। আটকরা হলেন- জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম ওরফে ইনটেক, হাসিব, রুবেল হোসেন, নাজমুল মিয়া ও আশরাফুল ইসলাম।

[৩] তাদের কাছ থেকে ১টি তালোয়ার, ১টি চাপাতি, ১টি ছোরা, ৩টি চাকু ও ৮টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

[৫] সোমবার র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্) এএসপি নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি র‌্যাব জানতে পারে যে, টঙ্গী এলাকায় কতিপয় সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তারা দিনের বেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও রাতে ভয়ংকর হয়ে উঠে।

[৬] টঙ্গী এলাকার সাধারণ লোকজন এবং যাতায়াতকারী গাড়ির আরোহীদের চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। চক্রটির ফাঁদে পরে অনেকেই শারিরীকভাবে লাঞ্ছনার স্বীকার হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে র‌্যাব ডাকাত চক্রটিকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে রোববার অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

[৭] আটকদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে টঙ্গীসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনিয়ে নিচ্ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়