শিরোনাম
◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ◈ হাদির অবস্থা খুবই সংকটাপন্ন, শুটার পালানোয় নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিশ ◈ আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি ◈ আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ◈ হাসনাত কি সরকারের অংশ? ভারতের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন (ভিডিও) ◈ মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ‌দে‌শে ফিরতে হবে, খেল‌বেন নিউ‌জিল‌্যান্ড সি‌রিজ ◈ বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ◈ ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা ◈ পুরান ঢাকায় ভয়াবহ আগুন ◈ বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনে ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও রাত হলে ডাকাতি করেন তারা

সুজন কৈরী : [২] গাজীপুরের টঙ্গী ষ্টেশন রোড এলাকায় রোববার অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। আটকরা হলেন- জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম ওরফে ইনটেক, হাসিব, রুবেল হোসেন, নাজমুল মিয়া ও আশরাফুল ইসলাম।

[৩] তাদের কাছ থেকে ১টি তালোয়ার, ১টি চাপাতি, ১টি ছোরা, ৩টি চাকু ও ৮টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

[৫] সোমবার র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্) এএসপি নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি র‌্যাব জানতে পারে যে, টঙ্গী এলাকায় কতিপয় সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তারা দিনের বেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও রাতে ভয়ংকর হয়ে উঠে।

[৬] টঙ্গী এলাকার সাধারণ লোকজন এবং যাতায়াতকারী গাড়ির আরোহীদের চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। চক্রটির ফাঁদে পরে অনেকেই শারিরীকভাবে লাঞ্ছনার স্বীকার হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে র‌্যাব ডাকাত চক্রটিকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে রোববার অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

[৭] আটকদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে টঙ্গীসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনিয়ে নিচ্ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়