শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনে ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও রাত হলে ডাকাতি করেন তারা

সুজন কৈরী : [২] গাজীপুরের টঙ্গী ষ্টেশন রোড এলাকায় রোববার অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। আটকরা হলেন- জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম ওরফে ইনটেক, হাসিব, রুবেল হোসেন, নাজমুল মিয়া ও আশরাফুল ইসলাম।

[৩] তাদের কাছ থেকে ১টি তালোয়ার, ১টি চাপাতি, ১টি ছোরা, ৩টি চাকু ও ৮টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

[৫] সোমবার র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্) এএসপি নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি র‌্যাব জানতে পারে যে, টঙ্গী এলাকায় কতিপয় সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তারা দিনের বেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও রাতে ভয়ংকর হয়ে উঠে।

[৬] টঙ্গী এলাকার সাধারণ লোকজন এবং যাতায়াতকারী গাড়ির আরোহীদের চক্রের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। চক্রটির ফাঁদে পরে অনেকেই শারিরীকভাবে লাঞ্ছনার স্বীকার হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে র‌্যাব ডাকাত চক্রটিকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে রোববার অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

[৭] আটকদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে টঙ্গীসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনিয়ে নিচ্ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়