শিরোনাম
◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধের পথে গাজীপুরের শতাধিক বইয়ের দোকান

এ.এইচ.সবুজ: [২] মহামারি করোনাভাইরাসের পূর্ববর্তী সময়ের মতো চিরচেনা ব্যস্ততা নেই গাজীপুরের বইয়ের মার্কেটে। জেলা শহরের জয়দেবপুর রাজবাড়ি রোডের মুক্তিযোদ্ধা মার্কেটের বইয়ের দোকানগুলোতেও বর্তমানে নিস্তব্ধ ও নিরবতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান খুলে বসে থেকেও দেখা মিলছেনা প্রত্যাশিত ক্রেতার।

[৩] আঠারো (১৮) মাস আগেও যেখানে ছিলো প্রত্যাশিত ক্রেতা ও ব্যবসা ছিলো জমজমাট। সেই ব্যবসায় করোনা ভাইরাসের প্রভাব পড়ায় পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে গাজীপুরের লাইব্রেরী ব্যবসায়ীদের। গত বছরের ১৮ মার্চ থেকে করোনার কারণে এ দীর্ঘসময় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এমন দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঋন ও দোকানের সকল ধরণের খরচ মেটাতে না পারায় অনেকেই ব্যবসা গুটিয়ে ফেলার চিন্তা করছেন। যদি স্বাস্থ্যবিধি মেনে দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান না খুলে দেয়, তাহলে ব্যবসায়ীদের এমন পরিস্থিতির পরিবর্তন হবে না বলে মনে করেন তারা।

[৪] এ বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর শহরের রাজবাড়ি রোডের মুক্তিযোদ্ধা মার্কেটের অনার্স মাষ্টার্স লাইব্রেরীর পরিচালক মো. সানি জানান, করোনার কারণে আমাদের এই ব্যবসা নিয়ে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। স্কুল, কিন্ডারগার্টেন, কলেজ, মাদরাসা গুলো খোলা থাকলে আমাদের ব্যবসা সচল থাকতো।

[৫] এন.আই.ভূঞাঁ স্টোরসহ শহরের জোড়পুকুর পাড় এলাকার অক্ষর লাইব্রেরী, সোনার বাংলা লাইব্রেরী, আফনান লাইব্রেরী ও বই জগত লাইব্রেরীর মালিকরা জানান, এই মহামারি করোনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যবসা। দ্রুতই স্কুল-কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খুলে না দিলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং পথে বসার উপক্রম হবে। এই খারাপ সময়ে আমাদের পাশে কেউ নেই।

[৬] গাজীপুর চৌরাস্তা ইকরা লাইব্রেরীর পরিচালক ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন জানান, আমাদের সমিতির অধিনে প্রায় ৪ শতাধিক পুস্তক ব্যবসায়ী রয়েছেন। করোনা মহামারিতে আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। এর মধ্যে প্রায় শতাধিক লাইব্রেরী বন্ধের পথে।

[৭] করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমিতির পক্ষ থেকে কোনও ধরনের প্রণোদনা দেওয়া হয়েছে কিনা-এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, আমাদের কেন্দ্রীয় সংগঠন থেকে আমরা কোনও ধরণের প্রনোদনা বা সহযোগিতা পাইনি। তবে আমরা আমাদের জেলা শাখা থেকে গত বছর করোনাকালীন সময়ে প্রায় ১’শ জন পুস্তক ব্যবসায়ীদের মধ্যে নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়