হামিদুল ইসলাম: [২] কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর সাইকেল থেকে ইয়াবা উদ্ধার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। অধিকতর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করতে ওই মোটর সাইকেলের চালককে কুড়িগ্রাম ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
[৩] ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ৫ সেপ্টেম্বর রাত আটটার দিকে সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল। ডিবি পুলিশ এসময় আব্দুর রাজ্জাক মন্ডল নামের এক মোটরসাইকেল আরোহীকে থামায়। রাজ্জাক মন্ডলের মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ৯০ পিছ ইয়াবা পায় ডিবি পুলিশ।
[৪] আব্দুর রাজ্জাক মন্ডল (৪৫) ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুর কুঠি গ্রামের মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে। রাজ্জাক মন্ডল ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ কমিটির সাবেক সভাপতি।
[৫] কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক আতিকুর রহমান ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুর রাজ্জাক মন্ডল নামের এক মোটর সাইকেল চালকের মোটর সাইকেল থেকে ৯০ পিছ ইয়াবা পাওয়া গেছে। অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্জাক মন্ডলকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তদন্ত শেষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস