শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগস্টের আইসিসি মাসসেরা হওয়ার দৌড়ে রুট-আফ্রিদি-বুমরা

স্পোর্টস ডেস্ক: [২] পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে আবারও নাম লিখলেন জো রুট। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সেরা তিনে থেকেও অ্যাওয়ার্ড হাতছাড়া করেন ঋষভ পান্ত ও রবিচন্দ্রন অশ্বিনের কাছে। এবার ইংল্যান্ড অধিনায়কের লড়াই পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি ও ভারতের পেসার যশপ্রীত বুমরার সঙ্গে।

[৩] আইসিসি পুরুষ ও নারী ক্রিকেটে আগস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করতে সোমবার ৬ সেপ্টেম্বর মনোনীত তিন জনের তালিকা প্রকাশ করে। মাসসেরা নারী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন থাইল্যান্ডের নাত্তায়া বুচাথাম এবং আয়ারল্যান্ডের গাবি লুইস ও এইমিয়ার রিচার্ডসন।

[৪] গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টে বিস্ফোরক বোলিং করেন আফ্রিদি। বল ছুড়তেই যেন পেয়ে গেছেন উইকেট। সিরিজ শেষ করেন ১৮ উইকেট নিয়ে। দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নিয়ে দলকে জিতিয়ে সিরিজ ভাগাভাগি করতে সহায়তা করেন। ওই ম্যাচ সফরকারীরা জিতেছিল ১০৯ রানে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও মোহাম্মদ জাহিদের পর চতুর্থ সর্বকনিষ্ঠ পেসার হিসেবে টেস্টে ১০ উইকেট নেন আফ্রিদি।

[৫] ভারতের বুমরাও বল হাতে ছিলেন দুর্দান্ত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেন ৯ উইকেট। এমনকি লর্ডসে দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে বিস্মিত করেছেন অনেককে। ভারতের জয়ে মোহাম্মদ শামির সঙ্গে নবম উইকেটে ৮৯ রানের জুটি গড়েন বুমরা।

[৬] আর রুট ছিলেন ভারতের বিপক্ষে ইংল্যান্ডের উদ্ধারকর্তা। আগস্টে বিরাট কোহলির দলের বিপক্ষে তিন ম্যাচেই সেঞ্চুরি করেছেন। তাতে ছয় বছর পর ব্যাটিং র‌্যাংকিংয়ে ফিরেছেন শীর্ষে।

[৭] ভক্তরা তাদের সেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দিতে পারেন এখানে। ভোটিং বন্ধ হবে শনিবার ১১ সেপ্টেম্বর, আর বিজয়ীর নাম ঘোষণা হবে সোমবার ১৩ সেপ্টেম্বর। আইসিসি, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়