শিরোনাম
◈ ঢাকার উদ্বেগ: বাংলাদেশে ‘ভারতবিরোধী স্রোত’, দিল্লির গভীর উদ্বেগ ফেব্রুয়ারির নির্বাচন কি সহিংসতায় ব্যাহত হবে? ◈ ১০ জনের সেভিয়ার বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের জয়, রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে ◈ হালান্ডের কীর্তির দিনে ও‌য়েস্ট হ‌্যা‌মের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির জয় ◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢামেকে ৩০ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সুজন কৈরী : [২] দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, বিআরটিএ ও পাসপোর্ট অফিসে একযোগে ‘দালাল বিরোধী’ অভিযান শুরু করেছে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন।

[৩] চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসিয়ে প্রশাসন ও গোয়েন্দা কর্মকর্তাদের মনিটরিং করছে দালালরা। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর এই অভিযান শুরু করে র‌্যাব।

[৪] র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, মিরপুর বিআরটিএসহ সারাদেশে বিভিন্ন হাসপাতাল, পাসপোর্ট অফিস ও বিআরটিএ কার্যালয়সহ যেখানেই দালালদের দৌরাত্ম্য রয়েছে, সেখানেই অভিযান চালাচ্ছে র‌্যাব। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

[৬] রোববার ঢাকার কেরানীগঞ্জে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান শুরু করে র‌্যাব-১০। বিআরটিএ ও পাসপোর্ট কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দালালির অভিযোগে বিআরটিএ কার্যালয় থেকে ৩৬ ও পাসপোর্ট অফিস থেকে ১৫ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

[৭] র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান, দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ বিআরটিএ অফিস ও পাসপোর্ট অফিসে দালালির দৌরাত্ম্যে নাগরিকদের ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছিলো। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। বিআরটিএ কার্যালয়ের নিজস্ব ও পাসপোর্ট অফিসে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন।

[৮] এদিকে রোববার পৃথক অভিযান চালিয়ে ঢামেক হাসপাতাল থেকে ৩০ দালালকে আটক করে র‌্যাব-৩। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু পরিচালিত ভ্যাম্যমাণ আদালত আটক প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

[৯] ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের জানান, ঢামেক হাসপাতালে দেশের বিভিন্ন জেলা থেকে রোগী আসে। তাদের সরলতার সুযোগ নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যায় অ্যাম্বুলেন্স চালক ও দালালরা। পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৩০ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

[১০] ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আশরাফুন নাহার সাংবাদিকদের বলেন, ঢামেক হাসপাতালকে দালালমুক্ত করতে আমরা চেষ্টা করছি।

[১১] অপরদিকে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় রোববার অভিযান শুরু করেছে র‌্যাব-২। সেখানে দালাল চক্রকে আটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

[১২] র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফজলুল হক জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দালালির অভিযোগে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়