আসিফুজ্জামান পৃথিল: [২] তিনি বলেন, রাশিয়া আফগানিস্তানের সঙ্গে স¤পর্ক ছিন্ন করতে আগ্রহী না। কারণ এটি ঘটলে তাদের সঙ্গে কথা বলার জন্য কেউই থাকবে না। তিনি বলেন, যত দ্রুত তালিবান সভ্য হয়ে উঠবে তত দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা সহজ হবে। আল জাজিরা
[৩] একইসঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বলে জানান পুতিন। তিনি বলেন, মার্কিনিরা বছরের পর বছর সেখানে ১.৫ ট্রিলিয়ন ডলার খরচ করে যুদ্ধ করেছে।
[৪] আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ২০ দিন পেরিয়ে গেছে। এখনো তালিবান নতুন সরকার গঠন করতে পারেনি। শুক্রবার তালিবানের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণার কথা ছিল। কিন্তু তা পেছানো হয়। কবে সরকার ঘোষণা হবে তা এখনও বুঝা যাচ্ছে না।
[৫] আফগানিস্তানের ক্ষমতা নেওয়া সশস্ত্র গোষ্ঠী তালিবানের সঙ্গে সার্বিক আচরণে একধরনের সতর্কতা অবলম্বন করেছে রাশিয়া। কাবুল পতনের দিন কয়েক পর আফগানিস্তানে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত তালিবানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানে দূতাবাস চালু রাখবে মস্কো।