শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগস্টে ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হওয়ায় এলজিআরডি মন্ত্রীর দুঃখ প্রকাশ, কেউ মারা গেলে পরিবার পাবে অর্থ সহায়তা

খালিদ আহমেদ: [২] স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রী (এলজিঅঅরডি) মো. তাজুল ইসলাম আরও বলেন, সেপ্টেম্বরের পরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রবণতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

[৩] শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত ‘ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ’ এ বিষয়ে এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

[৪] ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতা নিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘নির্দিষ্টভাবে এই ব্যর্থতা কার এটা বলার সুযোগ নেই। আমি নিজেও এর দায় দায়িত্ব অস্বীকার করি না।

[৫] ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থা বর্ণনা করতে তাজুল ইসলাম বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে কিন্তু আমরা অনেকের চেয়ে ভালো আছি। থাইল্যান্ডে দেখলাম যে এ বছর ৫০ থেকে ৬০ হাজার আক্রান্ত হবে।

[৬] যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বা ডেঙ্গুতে মারা গেছেন, এ রকম কোনো গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তারা যদি আবেদন করেন বা তাঁদের তালিকা যদি দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে তাঁদের সহযোগিতা করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।

[৭] মশা নিধনে সরকার শুধু সিজন আসলেই কাজ শুরু করে এমন অভিযোগ নাকচ করে তাজুল ইসলাম বলেন, মশার প্রকোপ বাড়লেই শুধু নিধন শুরু হয় এটি ঠিক নয়। সরকার সারা বছর ধরেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করে থাকে।

[৮] ডেঙ্গুর এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিদেশ সফর নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মেয়র তাপস সাহেবের ব্যক্তিগত কিছু সমস্যা আছে।

[৯] তিনবার এডিসের কারণে তার বিদেশ যাত্রা বন্ধ হয়েছে। এর আগেও প্রধানমন্ত্রীর কাছে তার বিদেশ যাওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তখন আমি বলছিলাম, না এ সময়ে যাওয়া যাবে না। তখন তিনি বলেছিলেন, তার ব্যক্তিগত কিছু সমস্যা আছে। আমাকে যাওয়ার আগে খুব ভালোভাবে বলছিলেন। শেষে দেখলাম যে, তার বিষয়টা জেনুইন।

[১০] এটা যদি না হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে ব্যক্তিগতভাবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় সরকারি দল-ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জয় লাভ করে। প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে বিতর্কে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়